Monday 4 January 2016

আন্তর্জার্তিক বিষয়াবলির নির্বাচিত ১০০ টি প্রশ্ন By Samad Azad

Velvet Revolution’ কি?
ক. ইউক্রেনের সমাজতন্ত্র বিরোধী আন্দোলন
খ. সাবেক চেকোস্লাভাকিয়ার সমাজতন্ত্র বিরোধী আন্দোলন
গ. গর্বাচেভের কর্মসূচী
ঘ. চেকোস্লাভাকিয়ার রাজতন্ত্র বিরোধী আন্দোলন
উত্তরঃ খ
CIS (কমনওয়েলথ ইন্ডিপেন্ডেট স্টেটস) গঠনের উদ্যোক্তা যে দেশ -
ক. সোভিয়েত ইউনিয়ন
খ. অস্ট্রেলিয়া
গ. যুক্তরাজ্য
ঘ. ভারত
উত্তরঃ 
ফোর্স সেভেনটিন কোন দেশের গেরিলা সংস্থা?
ক. লেবানন
খ. সিরিয়ালিওন
গ. ফিলিপাইন
ঘ. প্যালেস্টাইন
উত্তরঃ 
১৯৬৭ আরব-ইসরাইল যুদ্ধের স্থয়িত্বকাল কতদিন?
ক. ৬ দিন
খ. ১০ দিন
গ. ১১ দিন
ঘ. ১২ দিন
উত্তরঃ 
১৯৬৫ সালে যুদ্ধের পর রাশিয়ার মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে কোনচুক্তির মাধ্যমে?
ক. সিমলা চুক্তি
খ. ক্রেমলিন চুক্তি
গ. মানবাধিকার চুক্তি
ঘ. তাসখন্দ চুক্তি
উত্তরঃ 
হেলসিংকি কোন দেশের রাজধানী?
ক. সুইডেন
খ. নরওয়ে
গ. ফিনল্যান্ড
ঘ. পোল্যান্ড
উত্তরঃ 
আন্তর্জাতিক বর্ণবৈষম্য দিবস-
ক. ২১ মার্চ
খ. ২১ এপ্রিল
গ. ২১ সেপ্টেম্বর
ঘ. ১৪ জুলাই
উত্তরঃ 
উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সীমানা নিরুপনকারী রেখা হলো -
ক. ১৭ তম অক্ষরেখা
খ. ২৪ তম অক্ষরেখা
গ. ৪৯ তম অক্ষরেখা
ঘ. ৩৮ তম অক্ষেখা
উত্তরঃ 
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর ২০১৪ রিপোর্ট মতে সার্কভুক্ত সবচেয়ে কম এবং বেশি দূর্নীতিগ্রস্ত্র দেশ ?
ক. ভুটান এবং আফগানিস্তান
খ. মালদীপ এবং আফগানিস্তান
গ. বাংলাদেশ এবং মালদীপ
ঘ. আফগানিস্তান এবং মালদীপ
উত্তরঃ 
কিয়েটো প্রটোকল কখন স্বাক্ষরিত হয়?
ক. ১৫ জুন ১৯৯২
খ. ১৭ মার্চ ১৯৯৭
গ. ১১ ডিসেম্বর ১৯৯৭
ঘ. ৭ অক্টোবর ২০০১
উত্তরঃ 
বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্নমধ্যম আয়ের দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে কবে?
ক. ১ জুন, ২০১৫
খ. ১ আগস্ট, ২০১৫
গ. ১ জুলাই, ২০১৫
ঘ. ১ মে, ২০১৫
১ জুলাই, ২০১৫
উত্তরঃ 
বাংলাদেশ I.M.F এর সদস্য পদ লাভ করে কোন সালে ?
ক. ১৯৭২
খ. ১৯৭৩
গ. ১৯৭৪
ঘ. ১৯৯৫
উত্তরঃ 
প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানি ও ফ্রান্সের মধ্যবর্তী বেলজিয়ামকে ছিল -
ক. স্যাটেলাইট স্টেট
খ. সেকুলার স্টেট
গ. বাফার স্টেট
ঘ. কোনটিই নয়
উত্তরঃ 
সম্প্রতি ২১ তম জাতিসংঘ জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয় -
ক. ফ্রান্স
খ. পেরু
গ. পোল্যান্ড
ঘ. জার্মানি
উত্তরঃ 
মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়?
ক. ১৯৫০ সালে
খ. ১৯৫৫ সালে
গ. ১৯৬৫ সালে
ঘ. ১৯৬৬ সালে
উত্তরঃ 
২০১৫ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম -
ক. আঙ্গাস ডেটন
খ. সভেতলানা আলেক্সিভিচ
গ. থমাস লিন্ডাল
ঘ. পল মডরিচ
উত্তরঃ 
টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নের শুরুর তারিখ?
ক. ১ জানুয়ারি, ২০১৫
খ. ১ জানুয়ারি, ২০১৬
গ. ১ জানুয়ারি, ২০১৭
ঘ. ১ জানুয়ারি, ২০২১
উত্তরঃ 
Champions of the Earth পুরস্কার কোন সাল থেকে ?
ক. ২০০৪ সাল থেকে
খ. ২০০৫ সাল থেকে
গ. ২০০৬ সাল থেকে
ঘ. ২০০৯ সাল থেকে
উত্তরঃ 
আফ্রিকাভিত্তিক হচ্ছে COMESA হচ্ছে একটি-
ক. শান্তি ফোরাম
খ. সামরিক জোট
গ. বাণিজ্যিক ব্লক
ঘ. পরিবেশবাদী গ্রুপ
উত্তরঃ 
সর্বাধিক গ্রিন হাউস গ্যাস নিঃসরণকারী দেশ
ক. চীন
খ. যুক্তরাষ্ট্র
গ. কানাডা
ঘ. মেক্সিকো
উত্তরঃ 
ইনোসিস কি?
ক. বিভক্ত জার্মানির একত্রীকরণ
খ. সাইপ্রাসকে গ্রিসের সঙ্গে যুক্তকরণের আন্দোলন
গ. ইতালির ঐক্য
ঘ. আরব ঐক্যের ডাক
উত্তরঃ খ
মিশর ও ইসরাইলের মধ্যে কত সালে ক্যাম্পডেভিড চুক্তি স্বাক্ষররিত হয়?
ক. ১৯৭৭
খ. ১৯৭৮
গ. ১৯৭৯
ঘ. ১৯৮১
উত্তরঃ 
যুক্তরাষ্ট্র-মেক্সিকো এর মধ্যে যে সীমারেখা -
ক. ম্যাজিনো লাইন
খ. ম্যানারহেম লাইন
গ. ম্যাকনামারা লাইন
ঘ. সনোরা লাইন
উত্তরঃ 
১ জানুয়ারি ২০১৫ ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোন দেশ ১৯তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে?
ক. লাটভিয়া
খ. লিথুয়ানিয়া
গ. ক্রোযোশিয়া
ঘ. সাইপ্রাস
উত্তরঃ 
যে দুটো দেশের মধ্যে আফিম যুদ্ধ (Opium War) সংঘটিত হয় -
ক. চীন ও যুক্তরাজ্য
খ. চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র
গ. চীন ও রাশিয়া
ঘ. চীন ও ফ্রান্স
উত্তরঃ 
ফরাসি বিপ্লবের শ্লোগানের প্রবক্তা কে ছিলেন?
ক. মোপাসো
খ. ভলতেয়ার
গ. বারট্রান্ড রাসেল
ঘ. রুশো
উত্তরঃ 
২০১৬ সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে ?
ক. গ্রিস
খ. ব্রাজিল
গ. রাশিয়া
ঘ. অস্ট্রেলিয়া
উত্তরঃ 
২০১৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ীর নাম -
ক. সভেতলানা আলেক্সিভিচ
খ. সভেতলানা আলেক্সিভিচ
গ. থমাস লিন্ডাল
ঘ. পল মডরিচ
উত্তরঃ 
কিয়োটো প্রটোকলটির মেয়াদ শেষ হবে যে সালে -
ক. ২০২১
খ. ২০২০
গ. ২০৪১
ঘ. ২০১৭
উত্তরঃ 
আন্তর্জাতিক শুল্ক দিবস কোন তারিখে পালিত হয়?
ক. ২৬ জানুয়ারি
খ. ১০ জুলাই
গ. ১৫ সেপ্টেম্বর
ঘ. ২৪ জানুয়ারি
উত্তরঃ 
AIIB এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. বেইজিং
খ. ঢাকা
গ. মস্কো
ঘ. নয়াদিল্লি
উত্তরঃ 
বার্লিন সংকটের সৃষ্টি হয় যে সালে -
ক. ১৯৬১
খ. ১৯৬২
গ. ১৯৬০
ঘ. ১৯৫৮
উত্তরঃ 
পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র ও সরকার গঠিত হয় -
ক. চীন
খ. রাশিয়া
গ. জার্মানিতে
ঘ. ফ্রান্স
উত্তরঃ 
উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া কবে বিভক্ত হয়?
ক. ১৯৪৪ সালে
খ. ১৯৪৫ সালে
গ. ১৯৪৬ সালে
ঘ. ১৯৪৭ সালে
উত্তরঃ 
২০১৫ সালের ইউরোপীয় সবুজ রাজধানী কোনটি?
ক. ব্রিস্টল
খ. স্টকহোম
গ. আমস্টার্ডাম
ঘ. লন্ডন
উত্তরঃ 
বর্তমান বিমসটেক মহাসচিবের নাম --
ক. সুমিত নাকা নদাল
খ. সুশীল কৈরালা
গ. লি লং মিন
ঘ. আইয়াদ বিন আমিন মাদানী
উত্তরঃ 
'বিশ্ব পরিবেশ দিবস' পালনের সিদ্বান্ত হয় কোন সম্মেলনে ?
ক. স্টকহোম সম্মেলনে
খ. ১ম ধরিত্রী সম্মেলনে
গ. কোপেনহেগেন সম্মেলনে
ঘ. হেগ সম্মেলনে
উত্তরঃ 
জেনেভা কনভেনশন হলো -
ক. বাণিজ্য সম্মেলন
খ. যুদ্ধবন্দীদের প্রতি আচরণ বিধি
গ. যুদ্ধ বিরতিকরণ সম্মেলন
ঘ. বিচার বিভাগীয় সম্মেলন
উত্তরঃ 
কৃষি ও শিল্পখাতে সংস্কার করে চীনে অর্থনৈতিক বিপ্লব আনেন -
ক. সান ইয়াত সেন
খ. মাও সে তুং
গ. কাইশেক
ঘ. দেং জিয়াও পিং
উত্তরঃ 
১৯৯২ সালের ধরিত্রী সম্মেলনে কতটি এজেন্ডা ঘোষিত হয় -
ক. ২০ টি
খ. ৮ টি
গ. ২১ টি
ঘ. ১৭ টি
উত্তরঃ 
“অরেঞ্জ রেভুলেশন” কোথায় সংঘটিত হয়েছে?
ক. যুক্তরাষ্ট্রে
খ. পূর্ব ইউরোপে
গ. জার্মানিতে
ঘ. ইউক্রেনে
উত্তরঃ ঘ
'এক দেশ এক সমাজতন্ত্র' কোথায় চালু ছিল ?
ক. হংকং
খ. রাশিয়া
গ. চীন-হংকং
ঘ. চীন
উত্তরঃ 
নিচের কোনটি Great Charteer হিসেবে পরিচিত?
ক. ম্যাগনাকাটা সনদ
খ. বিল অফ রাইটস
গ. মানবাধিকার সনদ
ঘ. অসলো সনদ
উত্তরঃ 
কোনটিকে ইউরেশিয়ান রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয়?
ক. জাপান
খ. সৌদি আরব
গ. তুরস্ক
ঘ. ওমান
উত্তরঃ 
‘উই রিভার চুক্তি’ স্বাক্ষরিত হয়েছিল কত সালে?
ক. ১৯৯৮
খ. ১৯৯৯
গ. ২০০০
ঘ. ২০০১
উত্তরঃ 
যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে সীমান্ত চিহ্নিত রেখা -
ক. ৩৮ তম অক্ষরেখা
খ. ১৭ তম অক্ষরেখা
গ. ২৪ তম অক্ষরেখা
ঘ. ৪৯ তম অক্ষরেখা
উত্তরঃ 
দুই ইয়েমেন কত সালে একত্রিত হয়?
ক. ১৯৮৫
খ. ১৯৯০
গ. ১৯৯২
ঘ. ১৯৯৫
উত্তরঃ 
'বোকো হারাম' কোন দেশের জঙ্গি সংগটন?
ক. নাইজেরিয়া
খ. ইকুয়েডোর
গ. কঙ্গো
ঘ. সোমালিয়া
উত্তরঃ 
সৌরবিদ্যুতে বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি?-
ক. জার্মানি
খ. চীন
গ. জাপান
ঘ. আমেরিকা
উত্তরঃ 
বিশ্ব গণতন্ত্র দিবস পালিত হয় -
ক. ১৫ অক্টোবর
খ. ১৫ সেপ্টেম্বর
গ. ১০ ডিসেম্বর
ঘ. ২৪ জানুয়ারি
উত্তরঃ 
কিয়োটো প্রটোকল প্রটোকল কার্যকর হয় -
ক. ১৯৯৭
খ. ২০০৫
গ. ২০০১
ঘ. ২০০৪
উত্তরঃ 
বিশ্বে তেল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
ক. সৌদি আরব
খ. যুক্তরাষ্ট্র
গ. রাশিয়া
ঘ. ভেনিজুয়েলা
উত্তরঃ 
ক্রয়ক্ষমতার ভিত্তিতে সর্ববৃহৎ অর্থনীতির দেশ কোনটি?
ক. চীন
খ. যুক্তরাষ্ট্র
গ. জার্মানি
ঘ. জাপান
উত্তরঃ 
টেকসই উন্নয়নের মেয়াদ শেষ হবে?
ক. ২০২১
খ. ২০১৭
গ. ২০৩০
ঘ. ২০২০
উত্তরঃ 
সুদানের দারফুর সংকটের সঙ্গে জড়িত -
ক. জাতিগোষ্ঠী নির্মূলকরণ
খ. পরিবেশ দূষণ
গ. ভৌগোলিক সীমানা
ঘ. বাজারে প্রবেশ
উত্তরঃ 
COP এর পরবর্তী সম্মেলন আগামী বত্সর কোথায় অনুষ্ঠিত হবে ?
ক. ফ্রান্স
খ. লিমা, পেরু
গ. ওয়ারশ পোল্যান্ড
ঘ. মারাকাসে, মরক্কোর
উত্তরঃ 
নীরব শহর বলা হয় --
ক. রোম
খ. ভেনিস
গ. ভ্যাটিকান
ঘ. হেবরন
উত্তরঃ 
দ্বিতীয় বিম্বযুদ্ধের সময় কোরিয়া নিম্নের কোন দেশের অধীনে ছিল?
ক. যুক্তরাষ্ট্র
খ. জাপান
গ. চীন
ঘ. কোনটিই না
উত্তরঃ 
বিশ্বের প্রথম দেউলিয়াঘোষিত রাষ্ট্র কোনটি?
ক. সাইপ্রাস
খ. সোমালিয়া
গ. সেনেগাল
ঘ. গ্রীস
উত্তরঃ 
সম্প্রতি পরিবেশ দূষণ বীমা চালু করেছে -
ক. যুক্তরাষ্ট্র
খ. জাপান
গ. চীন
ঘ. অস্ট্রেলিয়া
উত্তরঃ 
ঐতিহাসিক ‘D-day’ কোন ঘটনার সাথে ঘটিত?
ক. আমেরিকায় ক্রীতদাস প্রথা বিলোপ
খ. ১ম বিশ্বযুদ্ব
গ. ২য় বিশ্বযুদ্ব
ঘ. ইউরো মুদ্রা চালু
উত্তরঃ গ
ফরাসি বিপ্লবের মেয়াদকাল –
ক. ১৭৮৯-১৮৯৯
খ. ১৭৮৯-১৮৯৬
গ. ১৭৭৬-১৭৮৬
ঘ. ১৭৮৯-১৭৯৯
উত্তরঃ 
কমনওয়েলথ বর্তমান চেয়ারপার্সন কে?
ক. কমলেশ শর্মা
খ. মাইথ্রিপালা সিরিসেনা
গ. সুশীল কৈরালা
ঘ. সুমিত নাকা নদাল
উত্তরঃ 
২০১৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার পায় –
ক.তিউনিশিয়ার গনতন্ত্রপন্হী সংগঠন ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেট
খ. সভেতলানা আলেক্সিভিচ
গ. থমাস লিন্ডাল
ঘ. পল মডরিচ
উত্তরঃ 
শাত-ইল-আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম-
ক. দামেস্ক চুক্তি
খ. কায়রো চুক্তি
গ. আলজিয়ার্স চুক্তি
ঘ. বৈরুত চুক্তি
উত্তরঃ 
জার্মানি ও ফ্রান্স সীমান্ত রেখা কোনটি?
ক. ওডেরসিন লাইন
খ. ম্যাজিনো লাইন
গ. ম্যানারহেম লাইন
ঘ. হিনডারবার্গ লাইন
উত্তরঃ 
সর্বজনীন মানবাধিকার ঘোষণা কোন সালে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়?
ক. ১৯৪৬
খ. ১৯৪৮
গ. ১৯৫২
ঘ. ১৯৭৬
উত্তরঃ 
২০১৬ সালে সার্ক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ?
ক. পাকিস্তান
খ. নেপাল
গ. শ্রীলংকা
ঘ. ভুটান
উত্তরঃ 
কোন দেশটি কিয়োটো প্রটোকল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে?
ক. মার্কিন যুক্তরাষ্ট্র
খ. জাপান
গ. ফ্রান্স
ঘ. যুক্তরাজ্য
উত্তরঃ 
কয়টি প্রতিষ্ঠানের সমন্বয়ে বিশ্বব্যাংক গ্রুপ গঠিত হয়?
ক. ২ টি
খ. ৩ টি
গ. ৪ টি
ঘ. ৫ টি
উত্তরঃ 
যুক্তরাষ্ট্র বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত করে -
ক. ২৭ জুন, ২০১৩
খ. ২৭ জুন, ২০১৪
গ. ২৭ জুন, ২০১২
ঘ. ২৬ জুন, ২০১৩
উত্তরঃ 
UNFCCC কার্যকর হয় কোন সালে?
ক. ১৯৯২
খ. ১৯৯৭
গ. ২০০৫
ঘ. ১৯৯৪
উত্তরঃ 
স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উঠে আসতে জাতিসংঘের কয়টি শর্ত রয়েছে?
ক. ২ টি
খ. ৩ টি
গ. ৪ টি
ঘ. ৫ টি
উত্তরঃ 
ন্যাটোর সদর দপ্তর কোথায়?
ক. নিউইয়র্ক
খ. বন
গ. জেনেভা
ঘ. ব্রাসেলস
উত্তরঃ 
সম্প্রতি সার্কভূক্ত কোন দেশে বাংলাদেশের দূতাবাস পুনরায় চালু হয়েছে?
ক. মালদ্বীপ
খ. শ্রীলংকা
গ. নেপাল
ঘ. ভূটান
উত্তরঃ 
ইন্টারপুল কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯২২
খ. ১৯২৩
গ. ১৯২৪
ঘ. ১৯২৫
উত্তরঃ 
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম –
ক. বুশ হাউজ
খ. ব্লু হাউজ
গ. ক্রোমলিন
ঘ. হোয়াইট লজ
উত্তরঃ 
সমাজতন্ত্রের ১ম বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দেয়া হয় যে বইতে –
ক. কমিউনিস্ট ম্যানিফেস্টো
খ. ক্রিটিক অব পলিটিকাল ইকোনমি
গ. দাস ক্যাপিটাল
ঘ. মেইন ক্যাম্প
উত্তরঃ 
আনুষ্ঠানিকভাবে দুই জর্মানি একত্রিত হয় –
ক. ২ অক্টোবর, ১৯৯০
খ. ৩ অক্টোবর, ১৯৯০
গ. ৪ নভেম্বর, ১৯৯০
ঘ. ৫ ডিসেম্বর, ১৯৯০
উত্তরঃ 
বিশ্বের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে কোন দেশের?
ক. যুক্তরাষ্ট্র
খ. চীন
গ. জাপান
ঘ. জার্মানি
উত্তরঃ 
ইউরোপে রেনেসাঁ শুরু হয় -
ক. পঞ্চদশ শতাব্দীতে
খ. ষোড়শ শতাব্দীতে
গ. চতুর্দশ শতাব্দীতে
ঘ. সপ্তদশ শতাব্দীতে
উত্তরঃ 
পৃথিবীর ফুসফুস বলা হয় কাকে?
ক. আমাজনকে
খ. নীলনদকে
গ. প্রশান্ত মহাসাগরকে
ঘ. আটলান্টিক মহাসাগরকে
উত্তরঃ 
নরওয়ের রাজধানীর নাম কি?
ক. হেলসিংকি
খ. কোপেনহেগেন
গ. ব্রাসেলস
ঘ. অসলো
উত্তরঃ 
‘নাগার্নো-কারাবাখ’ কোন দুটি দেশের করিডোর?
ক. আজারবাইজান-আর্মেনিয়া
খ. আর্মেনিয়া-লাটভিয়া
গ. কাজাখস্তান-আজারবাইজান
ঘ. রাশিয়া-আর্মেনিয়া
উত্তরঃ 
Wailing Wall অবস্থিত--
ক. বার্লিনে
খ. রোমে
গ. জেরুজালেমে
ঘ. মাদ্রিদে
উত্তরঃ 
২০১৮ সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?
ক. রাশিয়া
খ. কাতার
গ. ইংল্যান্ড
ঘ. ব্রাজিল
উত্তরঃ 
বিশ্বের সর্বাধিক সাবমেরিন আছে যে দেশে? ---
ক. রাশিয়া
খ. যুক্তরাজ্য
গ. চীনে
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ গ.
কোন দেশটি ন্যাটোর সদস্য নয়?
ক.অস্ট্রিয়া
খ.পোল্যান্ড
গ.হাঙ্গেরি
ঘ.স্পেন
উত্তরঃ 
কোন চুক্তি অনুসারে বসনিয়া সংকট সমাধানে পথ সুগম হয়েছিল?
ক. জেনেভা চুক্তি
খ. ম্যাচট্রিচট চুক্তি
গ. ডেটন চুক্তি
ঘ. প্যারিস চুক্তি
উত্তরঃ 
Bail Out শব্দটি কোন বিষয়ের সাথে জড়িত?
ক. আন্তর্জার্তিক ব্যবস্থা
খ. অর্থনীতি
গ. রাজনীতি
ঘ. অর্থনীতি ও রাজনীতি
উত্তরঃ খ.
বর্তমানে বিশ্বের কতটি দেশে বাংলাদেশের বাণিজ্যিক মিশন রয়েছে?
ক. ৪৪টি
খ. ৪৬টি
গ. ৪৮টি
ঘ. ৫০টি
উত্তরঃ 
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র জাপানের কোন দ্বীপটি দখল করে নেয়?
ক. হনসু
খ. কিউসু
গ. শিকোকু
ঘ. ওকিনাওয়া
উত্তরঃ 
নিচের কোন সংস্থাটি বিলুপ্ত হয়েছে?
ক. ওয়ারপ্যাক্ট
খ. ন্যাটো
গ. অানজুস
ঘ. নাফটা
উত্তরঃ 
বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় কার্যকর হয় কবে?
ক. ৬ জুন, ২০১৫
খ. ৩১ জুলাই, ২০১৫
গ. ১ আগস্ট, ২০১৫
ঘ. ১২ জুন, ২০১৫
উত্তরঃ 
২০১৬ সালে OIC শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ?
ক. তুরস্ক
খ. আলবেনিয়া
গ. মিশর
ঘ. বাহরাইন
উত্তরঃ 
উত্তর অাটলানটিক চুক্তি সংস্থা কত সালে গঠিত হয়?
ক. ৪ এপ্রিল ১৯৪৯
খ. ৩ জানুয়ারি ১৯৫৪
গ. ২৬ মে ১৯৫৫
ঘ. ১ ফেব্রুয়ারি ১৯৫৬
উত্তরঃ 
সার্ক ব্যাংক গঠনের প্রস্তাবক করে কেন দেশটি?
ক. বাংলাদেশ
খ. ভারত
গ. পাকিস্থান
ঘ. মালদ্বীপ
উত্তরঃ 
ইউরোপিয় ইউনিয়ন কতটি দেশকে জিএসপি সুবিধা প্রদান করেছে?
ক. ৭৮
খ. ৮৬
গ. ৯০
ঘ. ৫৬
উত্তরঃ 
ম্যাসট্রিচট শহরটি কোথায় অবস্থিত?
ক. নেদারল্যান্ড
খ. জার্মানি
গ. ফ্রান্স
ঘ. ইল্যান্ডে
উত্তরঃ 
ব্রিটিশ পার্লামেন্টে কতজন বাংলাদেশি বংশোদ্ভুত সদস্য আছেন?
ক. ৪
খ. ৫
গ. ৩
ঘ. ১
উত্তরঃ 

No comments:

Post a Comment