Monday 30 March 2015

শর্টকাট টেকনিক : Chemistry

মুদ্রাধাতু : অকাজ (Au,Cu,Ag)
অপধাতু : জি বিয়াই সিগগির আসেন সাবধানে টুলে বসেন। (Ge,Bi,Si,As,Sb,Te,B)
চুম্বক ধাতু : ফেল করি নাই,রুহুল রহিম ফালালে পেটাবো (Fe,Co,Ni,Ru,Rh,Pd,Pt)
অভিজাত ধাতু : আজ সোনা পাবে (Ag,Au,Pt)
নিকৃষ্ট ধাতু : লতা (লোহা Fe, তামা Cu)
নরম ধাতু : পাবে না কে কে (Pb,Na,K,Ca)
উদায়ী ধাতু : জন কেডি মার্কারিকে চিনে (Zn,Cd,Hg,Cn)

Monday 2 March 2015

English

1.Which is the adjective of quality?
a.sufficient b.each c.single d.none
2.Adverb নিচের কোনটিকে qualify/modify করে না?
a.adjective b.noun c.pronoun d.none
3.Find out the correct sentence
a.he came on here friday last
b.he came here friday last
c.he will come on next friday
d.none
4.Synonym of BIER is
a.coffin b.urn c.cot d.all
5.Find the Allien word
a.myself b.yourself c.yourselves d.themselvs
6.Which one is indefinite pronoun
a.many b.who c.it d.none
7.Which is the correct series of co-ordinating conjunctions?
a.and,so,or,that b.yet,nor,for,that
c.but,and,so,or d.none
8."A littile learning is a dangerous thing" quote by
a.bacon b.alex pope c.shakespeare d.none
9."Pain is the out come of sin" quote by
a.Gautam budda b. samuel butter c.Abraham lincon d.none
10.He was injured by_______ kick from an opposing player
a.strong b.weak c.malicious d.vicious
11."cut up" means
a.disconnect b.dislocate c.reduce d.seperate
12.Synonym of "crestfallen"
a.morose b.preach c.reveller d.all of them
13.Antonyms of the word "vacillate"
a.irritate b.hesitate c.debate d.none
14.CONDUIT:WATER
a.behaviour:liquid b.electricity:television
c.artery:blood d.wire:sound
15.A person who eats too much
a.reveller b.omnivore c.glutton d.sensualist
16."Upper hand" means
a.control of something b.control of situation c.control of nothing d.none
17."My childhood" was written by_____
a.Maxim gorky b.Anna karenina c.Thomas malory d.none
18.A place of ideal peace and happiness
a.Elysium b.Anodyne C.Alluring d.None
19."Mork d' Arthur" written by
a.Thomas Malory b.Leo Tolstoys c.Maxim gorky d.none
20."You must do the work" make it passive
a.The work will be done by you b.The work has been done by you
c.You will do the work d.none


Ans: 1.d 2.b 3.d 4.d 5.d 6.a 7.c 8.d 9.a 10.c 11.d 12.a 13.d 14.c 15.c 16.b 17.a 18.a 19.a 20.d

সাম্প্রতিক বিশ্ব

১.দেশের প্রথম Wi-Fi শহর -সিলেট
২.দেশের প্রথম বায়োগ্যাস চুল্লি নির্মাণ হতে যাচ্ছে -- চট্টগ্রামে
৩.সর্বাধুনিক ক্যান্সার শনাক্তকরণ যন্ত্র আবিষ্কার করেন -- বাংলাদেশি বিজ্ঞানী ড.জহিরুল আলম সিদ্দিকী
৪.সর্বোচ্চ গতির সুপার কম্পিউটার -সামিট ও সিয়েরা(যুক্তরাষ্ট) । আগের ছিল>তিয়ানহে-২(চীন)
৫.২০১৪ সালে বর্ষসেরা আবিষ্কার --নভোযান > মঙ্গলযান(ভারত)
৬.২০১৪ সালে আবিষ্কৃত নতুন গ্রহের নাম - পিএইচ৩সি
৭.২০১৪ সালে জাতিসংঘ কয় প্রজাতির প্রাণী সংরক্ষণের তালিকা প্রকাশ করেছে --৩১
৮.সম্প্রতি নভোযান রোজেটা এর ফিলে রোবট কোন ধূমকেতুতে অবতরণ করে? -- ‘কমেট ৬৭/পি/চুরিউমভ-গেরাসিমে নকো’
৯.রহস্যময় কণা হল --নিউট্রিনো
১০.২০১৪ সালের আইসিসি বর্ষসেরা ক্রিকেটার -- মিসেল জনসন
১১.ইউরো ফুটবল কাপ -২০১৬ কোথায় অনুষ্ঠিত হবে? -- ফ্রান্সে
২০.শচীনের আত্মজীবনীর নাম --Playing It My Way
২১.আফ্রিকান নেশন কাপ-২০১৫ কোথায় অনুষ্ঠিত হবে? -- নিরক্ষীয় গিনি
২২. বিশ্বকাপ ক্রিকেট-২০১৯ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-২০১৭ কোথায় অনুষ্ঠিত হবে? = ইংল্যান্ডে
২৩.ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ইংনিস কার -- রোহিত শর্মা(ভারত),২৬৪
২৪.টেস্ট ক্রিকেটে দ্রুততম শত ও অর্ধশতক কার? -মিসবাহ উল হক (পাকিস্তান) ফিফট>২১বলে ,শতক>৫৬বলে
২৫.বর্তমানে বাংলাদেশের বৃহত্তম যুদ্ধজাহাজ --বানৌজা সমুদ্র জয়
২৬.১৮তম সার্ক শীর্ষ সম্মেলন হয় কোথায়?-- নেপালে
২৭.সম্প্রতি প্রশান্ত মহাসাগরে উত্থিত টাইফুনের নাম -- ভংফং(জাপানে আঘাত হানে)
২৮.সম্প্রতি বঙ্গোপসাগরে উত্থিত ঘূর্ণিঝড়ের নাম -- হুদহুদ(ভারতে আঘাত হানে)
২৯.ভারতের ২৯তম রাজ্য তেলেঙ্গানার লোকসভার আসন সংখ্যা -- ১৭টি
৩০. সাউথ এশিয়ান ফোরাম- এর প্রস্তাবক দেশ - ভারত
৩১.৮৬ তম অস্কার পুরস্কার ২০১৪ এর সেরা চলচ্চিত্র - টুয়েভ ইয়ারস অ্যা স্লেভ।
৩২.শরণার্থী আশ্রয় দেয়া শীর্ষ দেশ -- পাকিস্তান
---------------------------------------------------------
**বাংলা**
১. বাংলায় টি.এস.এলিয়টের কবিতার
প্রথম অনুবাদক কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
২. 'বাংলার মাটি বাংলার জল' সনেটটির
রচয়িতা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
৩. 'শত্রুকে পীড়া দেয় যে'-সঠিক বাক্য
সংকোচন-
উঃ পরন্তপ
৪. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়?
উঃ কার
৫. 'হে দারিদ্র,তুমি মোরে করেছ মহান'-
এ চরণটি কোন ছন্দে লেখা?
উঃ অমিত্রাক্ষর
৬. অপরাজেয় কথাশিল্পী কার ছদ্মনাম?
উঃ শরত্চন্দ্র চট্টোপাধ্যায়
৭. 'আপন ঘরে বোঝাই সোনা
পরে করে লেনা দেনা'-চরণ দুটির
রচয়িতা কে?
উঃ লালন শাহ
৮. 'খেয়া পারের তরণী' কবিতার
কবি কে?
উঃ কাজী নজরুল ইসলাম
৯. আধুনিক বাংলা সাহিত্যের প্রথম
বিদ্রোহী কবি--
উঃ মাইকেল মধুসূদন দত্ত
১০. কোন সাহিত্যকর্মে সান্ধ্যাভাষার
প্রয়োগ আছে?
উঃ চর্যাপদ
১১. চর্যাপদে প্রাপ্ত পদের সংখ্যা কত?
উঃ সাড়ে ৪৬ টি
১২. 'বৈরতক,করুক্ষেত্র,প্রভাস'-এই
ত্রয়ী মহাকাব্য কার রচনা?
উঃ নবীনচন্দ্র সেন
১৩. 'ভারতী'
পত্রিকা কে সম্পাদনা করতেন?
উঃ স্বর্ণকুমারী দেবী
১৪. জসীমউদ্দীনের 'আসমানী' চরিত্রটির
বাড়ি কোথায়?
উঃ ফরিদপুর জেলার রসুলপুর গ্রামে
১৫. সংস্কৃত ভাষার কবি কাকে বলা হয়?
উঃ কালিদাস
১৬. 'তারাবাঈ' নাটকের রচয়িতা কে?
উঃ দ্বিজেন্দ্রলাল রায়
১৭. 'বনি আদম' কাব্যগ্রন্থটির
রচয়িতা কে?
উঃ গোলাম মোস্তফা
১৮. 'বিশ্বজনের হিতকর' এক কথায়
কী বলে?
উঃ বিশ্বজনীন
১৯. 'সাত নরী হার' কাব্যগ্রন্থটি কোন
কবির রচনা?
উঃ আবু জাফর ওবায়দুল্লাহ
২০. 'ছায় হরিণ' কাব্যগ্রন্থটির
রচয়িতা কে?
উঃ আহসান হাবীব
২১. 'যা বলা হয় নি'- এক কথায় কি হবে?
উঃ অনুক্ত
২২. 'অক্ষীর সমীপে'-এর সংক্ষপণ--
উঃ সমক্ষ
২৩. 'রূপ লাগি আখি ঝুরে শুনে মন ভোর--
কার রচনা?
উঃ জ্ঞানদাস
২৪. 'রঙ্গিলা নায়ের মাঝি' এর লেখক
কে?
উঃ জসীমউদ্দীন
২৫. বিভক্তহীন নাম শব্দকে কি বলে?
উঃ প্রাতিপদিক
------------------------------------------------
প্রশ্ন থাকেই..
*English Literature*
1. Father of English Novel ---
→ Henry Fielding
2. Father of English Poem--
→ Geoffrey Chaucer
3. Poet of poets ---
→ Edmund Spenser
4. English Epic poet ---
→ John Milton
5. Both a poet and painter ---
→ Blake
6. Famous mock heroic poet in English Literature ---
→ Alexander Pope
7. The poet of nature in English Literature ---
→ William Wordsworth
8. Poet of beauty in English Literature ---
→ John Keats
9. Rebel poet in English Literature ---
→ Lord Byron
10. Poet of Skylark and Winds---
→ P.B. Shelley
11. Father of Modern English Literature ---
→ G.B. Shaw
12. Most translated author of the world ---
→ V. I. Lenin
13. Poet of Love/Metaphysical Poet---
→ John Donne
14. Revolutionary Poet ---
→ P.B.Shelley
15. Father of English Eassay ---
→ Francis Bacon
------------------------------------------
-
১/ রেশম --- রাজশাহী
২/ আম----- চাঁপাইনবাবগঞ্জ
৩/ চা----- শ্রীমঙ্গল, মৌলভীবাজার
৪/ তাঁত ---- কক্সবাজার
৫/ মসলা--- বগুড়া
৬/ চিংড়ি--- বাগেরহাট
৭/ মাছ--- চাঁদপুর (লোনা), ময়মনসিংহ
(স্বাদু)
৮/ গবাদি পশু--- সাভার, ঢাকা
৯/ মহিষ---- বাগেরহাট
১০/ ছাগল--- সিলেট
১১/ হরিণ--- ডুলাহাজরা, কক্সবাজার
১২/ পাট---মানিকগঞ্জ
১৩/ ইক্ষু--- ঈশ্বরদী, পাবনা
১৪/ ডাল---- ঈশ্বরদী, পাবনা
১৫/ ধান----- জয়দেবপুর, গাজীপুর

আন্তর্জাতিকঃ পরিবেশ, ভূগোলঃ সুশাসন

1। 1648 সালে কোন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রথম আন্তরাষ্ট্রীয় ক্ষমতা সম্পকের সৃষ্টি হয়? উ। ওয়েস্টপলিস
2। Cold War শব্দটি কে প্রবর্তণ করেন? উ। জর্জ কেনান
3।গ্রিনহাউস গ্যাসে মিথেনের পরিমান কত? উ। প্রায় 49%
4।ভূপৃষ্ঠ থেকে কত মাইল দুরে ওজনস্তর অবস্হিত? উ। 65
5।ওজনস্তরের প্রধান কাজ কী? উ।অতিবেগুনি রস্মি শোষণ
6।New World Order কবে থেকে শুরু হয়? উ। সোভিয়েত ভাঙ্গার পর
7।Smog কী? উ।ধোঁয়াশা
8।IPCC এর পূর্ণরুপ কী? উ।Intetgovernmental Pannel for Climate Change
9।COP এর পূর্ণরুপ কী? Conference of the Parties
10 আগুনের দ্বীপ কোনটিকে বলে? উ। আইসল্যান্ড
11।আগ্নেয় মেখলা কোথায় অবস্হিত? উ। প্রশান্তমহাসাগরের তীরে
12। কোন স্কেল দিয়ে ভূমিকম্প মাপা হয়? উ।রিখটার স্কেলে
13।কার্বন ডেটিং কী? উ। কার্বন টেস্ট
14।গ্রিন কেমেস্ট্রি কী? উ। পরিবেশ সহায়ক রাসায়নিক পর্দাথ
16। কোন দেশের সংস্হা BELA ম্যাগসেস পুরস্কার পাই? বাংলাদেশ
17।ওজন গ্যাসের রঙ কেমন? উ। গাঢ় নীল
18। প্রতিদিন বাতাসে গড়ে কী পরিমান কার্বন ডাই অক্সাইড বাতাসে মিশে? উ। প্রায় 100 কোটি পাউন্ড
19।ই-8এর দেশগুলো কোন গোর্লাধে অবস্হিত? উ। উত্তর
20।লা নিনা বলতে কী বুঝাই? উ।প্রবল ব্ন্যা ও বৃষ্টি
21।বর্তমান অস্ত্র রপ্তানিতে বিশ্বের শীর্ষদেশ কোনটি?উ। যুক্তরাষ্ট্র
22।বাতাসের শহর গগনচুম্বি অট্টালিকার শহর পৃথিবীর কসাইখানা কোন শহরকে বলা হয়? উ।শিকাগো
23।গ্রিক ও রোমানদের দেবতাদের রাজার নাম কী? উ।জিউস ও জুপিটার
24।হায়ারোগ্লিফিক্স ও প্যাপিরাস কী? উ। প্রাচীণ মিশরীয়দের লিপি ও কাগজ
25। পাপারাজ্জি শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়? উ। পিছুলাগা ফটোসাংবাদিক
26।সম্প্রতি বাউন্সারের আঘাতে নিহত অজি ক্রিকেটারের নাম কী? উ। ফিলিপ হিউজ
27। বাংলাদেশে মেহরাব অপির ড্রাইভে আঘাত পেয়ে ঢাকায় নিহত ভারতীয় টেস্ট ক্রিকেটারের নাম কী? উ।রমন লাম্বা
28। ফুয়েল সেল কী?উ। নবায়নযোগ্য জ্বালানি
29। নিকোটিন ও ক্যাফেইন সাধারনত কোথায় থাকে?উ। তামাক ও কফি চা
30।আন্তর্জাতিক নদী কাকে বলা হয়?উ। দানিয়ুব
31। অস্ট্রেলিয়াল একমাত্র নদী কোনটী? উ। মারে ডার্লিং
32 কোন দেশে নদী নাই? উ। সৌদি আরব
33। সাগরমাতা কাকে বলা হয়? উ। হিমালয়
34। কোন দেশটি ভৌগলিকভাবে আফ্রো-এশিয়ান দেশ? উ। মিশর
35।আফ্রিকার দুঃখ কাকে বলা হয়? উ। সাহারা
36। বিশ্বের গভীরতম সাগর কোনটি?উ। ক্যারিবিয়ান
37। সাগর গাভী বলা হয় কাকে? উ। ডুগং
38।ইয়েতি কী?উ। তুষার মানব
39।স্লেজ, ইগলু ও এস্কিমো কী? উ।টানা গাড়ী। বরফের ঘর। বরফ অঞ্চলের উপজাতি
40। স্পয়েল সিস্টেম ও নোম্যান্সল্যান্ড কী? উ। যুক্তরাস্ট্রে নতুন সরকার যখন লোক ছাটাই করে। দুই দেশের সীমান্তের মাঝামাঝি স্হান
------------------------
Computer
-----------------
‪#‎কম্পিউটারের‬ জনক ---
→ চার্লস ব্যাবেজ
‪#‎আধুনিক‬ কম্পিউটারের জনক ---
→ জন ভন নিউম্যান
‪#‎মাইক্রোকম্পিউটারের‬ জনক ---
→ হেনরি এডওয়ার্ড রবাট
‪#‎প্রথম‬ ইলেকট্রনিক কম্পিউটার ---
→মার্ক ১
‪#‎বাইনারী‬ গণিতভত্তিক প্রথম ইলেকট্রনিক
কম্পিউটার ---
→ এবিসি
#প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার ---
→ এনিয়াক-১
‪#‎বাণিজ্যিক‬ ভিত্তিতে তৈরি প্রথম
ইলেকট্রনিক কম্পিউটার ---
→ ইউনিভ্যাক-১
#বাণিজ্যিক ভিত্তিতে উত্পাদিত প্রথম
ডিজিটাল কম্পিউটার ---
→ ইউনিভ্যাক-১
‪#‎বাণিজ্যিকভাবে‬ সফল প্রথম সুপার
কম্পিউটার ---
→ সিডিসি-৬৬০০
‪#‎ট্রানজিস্টার‬ ভিত্তিক প্রথম কম্পিউটার ---
→ TX-O
#ট্রানজিস্টার ভিত্তিক প্রথম মিনিকম্পিউটার---
→ পিডিপি-৮
# IC চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল
কম্পিউটার --- IBM system 360
‪#‎মাইক্রোপ্রসেসর‬ ভিত্তিক প্রথম কম্পিউটার -- → এ্যালটেয়ার ৮৮০
‪#‎বাংলাদেশে‬ প্রথম কম্পিউটার স্থাপিত হয়
---
→ ১৯৬৪ সালে পরমাণু শক্তি কেন্দ্র,ঢাকায়।IBM-1620 মডেলের মেইনফ্রেম কম্পিউটার।
#বাংলাদেশে প্রথম কম্পিউটার বিজ্ঞান ও
প্রযুক্তি বিভাগ চালু হয় ---- ১৯৮৪
সালে বাংলাদেশ প্রকৌশল
বিশ্ববিদ্যালয়ে।
‪#‎বাংলাদেশ‬ কম্পিউটার কাউন্সিল
প্রতিষ্ঠিত হয় ---
→ ১৯৯০ সালে।
‪#‎বাংলা‬ ভাষায় প্রথম কম্পিউটার বিষয়ক
মাসিক পত্রিকা ---
→কম্পিউটার জগত, ১৯৯১ সালে প্রকাশিত হয়।
#বাংলাদেশে প্রথম ইন্টারনেট চালু হয় ----
→১৯৯৬ সালে।
#বাংলাদেশে প্রথম ইন্টারনেট ভিত্তিক
নিউজ এজেন্সি ---
→ বিডি নিউজ

সুশাসন


১.সুশাসনের মূল চাবিকাঠি
-- জবাবদিহিতা
২. মূল্যবোগ হলো ব্যক্তি বা সামাজিক দলের অভিপ্রেত ব্যবহারের সুবিন্যস্ত প্রকাশ ‘‘ উক্তিটি কার ?
-- এম.ডব্লিউ পামফ্রে
৩. নৈতিকতা ও ঔচিত্যবোধের বিকাশভূমি
-- সমাজ
৪. বিশ্বাসের অন্তর্নিহিত মূল্য
-- মূল্যবোধ
৫. সুশাসনের ভিত্তিতে মজবুত করতে মূল্যবোধ কি সংরক্ষণের শিক্ষা দেয়?
-সভ্যতা ,সংস্কৃতি, ঐতিহ্য
৬. নাগরিক কর্তব্য পালনের শিক্ষা দিয়ে সুশাসনকে ত্বরান্বিত করে
-- মূল্যবোধ শিক্ষা
৭. পরিবর্তন প্রতিরোধের মানসিকতা প্রকটভাবে দেখা যায়
-- আমলাদের মধ্যে
৮. যে মূল্যবোধ মানুষের বাইরের ব্যক্তিত্বকে গড়ে তোলে তাকে কী বলে ?
-- বাহ্যিক মূল্যবোধ
৯. কোনটি রাজনৈতিক মূল্যবোধ
-- আনুগত্য
১০. বর্তমানে যুব সমাজ ধ্বংসের মূল হাতিয়ার কি?
-- অপসংস্কৃতি
১১.অন্য ব্যক্তির কষ্ট যখন আমাদের মনে কষ্টের উদ্রেক করে কতখন সে অনুভুতিকে কি বলা হয়
-- সহানুভূতি
১২. ‘অপরাধ িএকটি সামাজিক ঘটনা এবং সমাজের স্বাভাবিক রূপ ‘ কথাটি কে বলেছেন?
-- এমিল ডুর্খেইম
১৩. নৈতিকতা ও সতাতা দ্বরা প্রভাবিত আচরণকে উত্কর্ষতাকে কি বলে?
-- শুদ্ধাচার
১৪. আইনের শাসন কি?
-- আইনের দৃষ্টিতে সকলেই সমান
১৫. সামাজিক মূল্যবোধর অন্যতম শক্তিশালী ভিত্তি কোনটি ?
- সহনশীলতা
১৬. মূল্যবোধ কোন আচরণেকে নিয়ন্ত্রণ করে ?
- বাহ্যিক
১৭. সুশাসনের পূর্বশর্ত
-- জবাবদিহিতা
১৮. সুশাসন নিডিশ্চত করতে যে দরনের সরকার প্রয়োজন
-- গণতান্ত্রিক সরকার
১৯. সুশাসন জনপ্রশাসনের একটি
-- নব্য সংস্কৃতি
২০. সুশানের লক্ষ্য কোনটি
- জনকল্যাণ সাধন
>প্রশ্ন: পৌরনীতির প্রধান আলোচ্য বিষয়
কী?
উত্তর: নাগরিকের অধিকার ও কর্তব্য।
>প্রশ্ন: ‘নাগরিকতার সঙ্গে জড়িত সকল
প্রশ্ন নিয়ে আলোচনা করে যে শাস্ত্র,
তাকে পৌরনীতি বলে’— এ
সংজ্ঞাটি কে দিয়েছেন?
উত্তর: ই. এম. হোয়াইট।
>প্রশ্ন: নগররাষ্ট্র বলতে বোঝায় কী?
উত্তর: নগরকে কেন্দ্র
করে গড়ে ওঠা ছোট রাষ্ট্র।
>প্রশ্ন: পৌরনীতি মানুষকে কী দান
করে?
উত্তর: নাগরিক সচেতনতা ।
>প্রশ্ন: ‘ইতিহাসের স্রোতধারায়
বালুকারাশির মধ্যে স্বর্ণরেণুর
মতো রাজনীতিবিজ্ঞান
জমা হয়ে উঠেছে।’— এটি কার উক্তি?
উত্তর: লর্ড অ্যাকটনের।
>প্রশ্ন: ‘ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানক
ে গভীরতা দান করেছে’— এ
উক্তিটি কার?
উত্তর: উইলোবির।
>প্রশ্ন: ‘রিপাবলিক’ গ্রন্থের
রচয়িতা কে?
উত্তর: প্লেটো।
>প্রশ্ন: কে সর্বপ্রথম
অর্থনীতিকে একটি স্বতন্ত্র বিষয়ের
মর্যাদা দান করেন?
উত্তর: অ্যাডাম স্মিথ।
>প্রশ্ন: কোন গুণ একজন
নাগরিককে দক্ষতা ও জ্ঞানের
উচ্চস্থানে পৌঁছে দিতে পারে?
উত্তর: নৈতিক গুণ।
>প্রশ্ন: ‘শাসক যদি ন্যায়বান হন,
তাহলে আইন নিষ্প্রয়োজন আর শাসক
যদি দুর্নীতিপরায়ণ হন, তাহলে আইন
নিরর্থক’— এ উক্তিটি কার?
উত্তর: প্লেটোর।
>প্রশ্ন: ‘সকল ভালো মানুষ
ভালো নাগরিক নয়, কিন্তু সকল
ভালো নাগরিকই ভালো মানুষ’— এ
উক্তি কার?
উত্তর: অ্যারিস্টটলের।
>প্রশ্ন: ‘পলিটিক্যাল ইকোনমি’ গ্রন্থের
লেখক কে?
উত্তর: অ্যাডাম স্মিথ।