৩৫ প্রিলির প্রশ্নের আলোকে ৩৬ প্রিলির প্রস্তুতি ::: আন্তর্জার্তিক বিষয়াবলী (২য় পর্ব)
=======================
প্রশ্ন :: 'শত ফুল ফুটতে দাও' কার নীতি -
ক. মিখাইল গর্বাচেভ
খ. মাও সে তুং
গ. কাইশেক
ঘ. মাহাতির মুহাম্মদ
=======================
প্রশ্ন :: 'শত ফুল ফুটতে দাও' কার নীতি -
ক. মিখাইল গর্বাচেভ
খ. মাও সে তুং
গ. কাইশেক
ঘ. মাহাতির মুহাম্মদ
উত্তর : মাও সে তুং
ব্যাখ্যা :
১৯৫৬ সালে মাও সে তুং 'শত ফুল ফুটতে দাও' নীতি অনুসরণ করেন। এর ফলে চীনে বুদ্বিজীবিরা মুক্তচিন্তা প্রকাশের সুযোগ পায়।
-----------------------------------------
প্রশ্ন :: বিশ্বে উন্নয়নশীল দেশ কতটি?
ক. ৪৮
খ. ৫৮
গ. ১৪৮
ঘ. ১৫০
ব্যাখ্যা :
১৯৫৬ সালে মাও সে তুং 'শত ফুল ফুটতে দাও' নীতি অনুসরণ করেন। এর ফলে চীনে বুদ্বিজীবিরা মুক্তচিন্তা প্রকাশের সুযোগ পায়।
-----------------------------------------
প্রশ্ন :: বিশ্বে উন্নয়নশীল দেশ কতটি?
ক. ৪৮
খ. ৫৮
গ. ১৪৮
ঘ. ১৫০
ফাঁদ : স্বল্পোন্নত দেশ বা এলডিসি = ৪৮ টি
উত্তর : উন্নয়নশীল দেশ = ১৫০ টি
উত্তর : উন্নয়নশীল দেশ = ১৫০ টি
ব্যাখ্যা :
IMF এর মতে বিশ্বে উন্নয়নশীল দেশ ১৫০ টি
সর্বাধিক উন্নয়নশীল দেশ = চীন
-----------------------------------------
প্রশ্ন :: বার্লিন সংকটের সৃষ্টি হয় যে সালে -
ক. ১৯৬১
খ. ১৯৬২
গ. ১৯৬০
ঘ. ১৯৫৮
IMF এর মতে বিশ্বে উন্নয়নশীল দেশ ১৫০ টি
সর্বাধিক উন্নয়নশীল দেশ = চীন
-----------------------------------------
প্রশ্ন :: বার্লিন সংকটের সৃষ্টি হয় যে সালে -
ক. ১৯৬১
খ. ১৯৬২
গ. ১৯৬০
ঘ. ১৯৫৮
ফাঁদ : ১৯৬১
উত্তর : ১৯৫৮
উত্তর : ১৯৫৮
ব্যাখ্যা :
১৯৬১ : বার্লিন দেয়াল নির্মাণ হয়
১৯৫৮ : বার্লিন সংকটের সৃষ্টি হয়
১৯৬১-১৯৮৯ = বার্লিন দেয়াল নির্মাণ ও ভাঙ্গা হয়
১৯৫৮-১৯৬১ = বার্লিন সংকট, রুশ প্রেসিডেন্ট নিকিতা ক্রুশ্চেভের ভাষণের মধ্য দিয়ে সংকটের শুরু হয়।
-----------------------------------------
প্রশ্ন :: ২০০৫ সালের শুরুতে পোশাক শিল্পে 'কোটা প্রথা' উঠে যায় যে চুক্তি অনুযায়ী -
ক. MFA
খ. GATT
গ. TRIPS
ঘ. TRIMS
১৯৬১ : বার্লিন দেয়াল নির্মাণ হয়
১৯৫৮ : বার্লিন সংকটের সৃষ্টি হয়
১৯৬১-১৯৮৯ = বার্লিন দেয়াল নির্মাণ ও ভাঙ্গা হয়
১৯৫৮-১৯৬১ = বার্লিন সংকট, রুশ প্রেসিডেন্ট নিকিতা ক্রুশ্চেভের ভাষণের মধ্য দিয়ে সংকটের শুরু হয়।
-----------------------------------------
প্রশ্ন :: ২০০৫ সালের শুরুতে পোশাক শিল্পে 'কোটা প্রথা' উঠে যায় যে চুক্তি অনুযায়ী -
ক. MFA
খ. GATT
গ. TRIPS
ঘ. TRIMS
ফাঁদ : GAAT
উত্তর : MFA
উত্তর : MFA
ব্যাখ্যা :
কোটা প্রথা প্রযোজ্য ছিল = ১৯৭৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত।
General Agreement on Tariffs and Trade (GATT) হলো WTO এর পূর্বসরি।
Multi Fiber Arrangement (MFA) চুক্তি অনুযায়ী কোটা প্রথা উঠে যায়।
-----------------------------------------
প্রশ্ন :: 'জাতিপুঞ্জ' ছিল কোন অঞ্চলের সংস্থা ?
ক. ইউরোপ
খ. আমেরিকা
গ. ইউরোপ-আমেরিকা
ঘ. এশিয়া
কোটা প্রথা প্রযোজ্য ছিল = ১৯৭৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত।
General Agreement on Tariffs and Trade (GATT) হলো WTO এর পূর্বসরি।
Multi Fiber Arrangement (MFA) চুক্তি অনুযায়ী কোটা প্রথা উঠে যায়।
-----------------------------------------
প্রশ্ন :: 'জাতিপুঞ্জ' ছিল কোন অঞ্চলের সংস্থা ?
ক. ইউরোপ
খ. আমেরিকা
গ. ইউরোপ-আমেরিকা
ঘ. এশিয়া
ফাঁদ : ইউরোপ-আমেরিকা
উত্তর : ইউরোপ
উত্তর : ইউরোপ
ব্যাখ্যা :
জাতিসংঘ = বিশ্বসংস্থা
জাতিপুঞ্জ = ইউরোপীয় অঞ্চলের সংস্থা
-----------------------------------------
প্রশ্ন :: অভিন্ন ইউরোপ তথা ইউরোপের দেশসমূহের মধ্যে অবাধে যাতায়াত শুরু হয় যার মাধ্যমে -
ক. গ্লাসনস্ত নীতির ফলে
খ. ম্যাসট্রিচট চুক্তির ফলে
গ. গ্লাসনস্ত-পেরেস্ত্রোইকা নীতির ফলে
ঘ. শেঙেন চুক্তির ফলে
জাতিসংঘ = বিশ্বসংস্থা
জাতিপুঞ্জ = ইউরোপীয় অঞ্চলের সংস্থা
-----------------------------------------
প্রশ্ন :: অভিন্ন ইউরোপ তথা ইউরোপের দেশসমূহের মধ্যে অবাধে যাতায়াত শুরু হয় যার মাধ্যমে -
ক. গ্লাসনস্ত নীতির ফলে
খ. ম্যাসট্রিচট চুক্তির ফলে
গ. গ্লাসনস্ত-পেরেস্ত্রোইকা নীতির ফলে
ঘ. শেঙেন চুক্তির ফলে
ফাঁদ : ম্যাসট্রিচট চুক্তির ফলে
উত্তর : শেঙেন চুক্তির ফলে ইউরোপের দেশসমূহের মধ্যে অবাধে যাতায়াত শুরু হয় ৷
উত্তর : শেঙেন চুক্তির ফলে ইউরোপের দেশসমূহের মধ্যে অবাধে যাতায়াত শুরু হয় ৷
ব্যাখ্যা :
১৯৮৫ সালে স্বাক্ষরিত শেঙেন চুক্তির ফলে ইউরোপের ২৫টি দেশের মানুষের অবাধে যাতায়াতের পথ উন্মুক্ত হয়। লুক্সেমবুর্গ-এর শেঙেন শহরে এই চুক্তি স্বাক্ষরিত হয়৷
-----------------------------------------
প্রশ্ন :: দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা বৃদ্বিকল্পে 'সাউথ কমিশন' এর উদ্যোক্তা হলো -
ক. ন্যাম
খ. এপেক
গ. বিমসটেক
ঘ. সার্ক
১৯৮৫ সালে স্বাক্ষরিত শেঙেন চুক্তির ফলে ইউরোপের ২৫টি দেশের মানুষের অবাধে যাতায়াতের পথ উন্মুক্ত হয়। লুক্সেমবুর্গ-এর শেঙেন শহরে এই চুক্তি স্বাক্ষরিত হয়৷
-----------------------------------------
প্রশ্ন :: দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা বৃদ্বিকল্পে 'সাউথ কমিশন' এর উদ্যোক্তা হলো -
ক. ন্যাম
খ. এপেক
গ. বিমসটেক
ঘ. সার্ক
ফাঁদ : সার্ক
উত্তর : ন্যাম
উত্তর : ন্যাম
ব্যাখ্যা :
১৯৮৬ সালে অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনের জন্য 'ন্যাম' এর পক্ষ থেকে 'সাউথ সাউথ কমিশন' গঠন করা হয়। গত ২৬ সেপ্টেম্বর ২০১৫, জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেকসই উন্নয়ন ও সবার জন্য সম্মানজনক জীবন নিশ্চিত করতে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার আহ্বান জানান।
-----------------------------------------
প্রশ্ন :: সমাজতন্ত্রের ১ম বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দেয়া হয় যে বইতে -
ক. কমিউনিস্ট ম্যানিফেস্টো
খ. ক্রিটিক অব পলিটিকাল ইকোনমি
গ. দাস ক্যাপিটাল
ঘ. মেইন ক্যাম্প
১৯৮৬ সালে অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনের জন্য 'ন্যাম' এর পক্ষ থেকে 'সাউথ সাউথ কমিশন' গঠন করা হয়। গত ২৬ সেপ্টেম্বর ২০১৫, জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেকসই উন্নয়ন ও সবার জন্য সম্মানজনক জীবন নিশ্চিত করতে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার আহ্বান জানান।
-----------------------------------------
প্রশ্ন :: সমাজতন্ত্রের ১ম বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দেয়া হয় যে বইতে -
ক. কমিউনিস্ট ম্যানিফেস্টো
খ. ক্রিটিক অব পলিটিকাল ইকোনমি
গ. দাস ক্যাপিটাল
ঘ. মেইন ক্যাম্প
ফাঁদ : দাস ক্যাপিটাল
উত্তর : কমিউনিস্ট ম্যানিফেস্টো
উত্তর : কমিউনিস্ট ম্যানিফেস্টো
ব্যাখ্যা :
মেইন ক্যাম্প = নাত্সীবাদের বাইবেল
দাস ক্যাপিটাল = সমাজতন্ত্রের বাইবেল (কার্ল মার্কস, ১৮৬৭ সালে লন্ডনে রচিত, ৩ খন্ডের ২ টি মৃত্যুর পর প্রকাশিত)
কমিউনিস্ট ম্যানিফেস্টো = সমাজতন্ত্রের ১ম বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দেয়া হয়, কার্ল মার্কস অনুপ্রানিত হন = ফ্রেডরিক এঙ্গেল ও এডাম স্মিথ হতে
-----------------------------------------
প্রশ্ন :: সেভেন সিস্টারস বলা হয় -
ক. ভারতের কোম্পানিসমূহকে
খ. ব্রিটিশ কোম্পানিসমূহকে
গ. আমারিকান কোম্পানিসমূহকে
ঘ. ব্রিটিশ ও আমারিকান কোম্পানিসমূহকে
মেইন ক্যাম্প = নাত্সীবাদের বাইবেল
দাস ক্যাপিটাল = সমাজতন্ত্রের বাইবেল (কার্ল মার্কস, ১৮৬৭ সালে লন্ডনে রচিত, ৩ খন্ডের ২ টি মৃত্যুর পর প্রকাশিত)
কমিউনিস্ট ম্যানিফেস্টো = সমাজতন্ত্রের ১ম বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দেয়া হয়, কার্ল মার্কস অনুপ্রানিত হন = ফ্রেডরিক এঙ্গেল ও এডাম স্মিথ হতে
-----------------------------------------
প্রশ্ন :: সেভেন সিস্টারস বলা হয় -
ক. ভারতের কোম্পানিসমূহকে
খ. ব্রিটিশ কোম্পানিসমূহকে
গ. আমারিকান কোম্পানিসমূহকে
ঘ. ব্রিটিশ ও আমারিকান কোম্পানিসমূহকে
ফাঁদ : ভারতের কোম্পানিসমূহকে
উত্তর : ব্রিটিশ ও আমারিকান কোম্পানিসমূহকে
উত্তর : ব্রিটিশ ও আমারিকান কোম্পানিসমূহকে
ব্যাখ্যা :
সেভেন সিস্টারস কোম্পানি = ব্রিটিশ তেল কোম্পানি যথা: শেল, ব্রিটিশ পেট্রোলিয়াম এবং আমারিকান তেল কোম্পানি যথা: শেভরন, এক্রোন, মবিল, টেক্রাকো, গালফ কে 'সেভেন সিস্টারস কোম্পানি' বলা হয়। এরা বিশ্বব্যাপী তেল বাণিজ্যে আধিপত্য বিস্তার করে।
সেভেন সিস্টারস কোম্পানি = ব্রিটিশ তেল কোম্পানি যথা: শেল, ব্রিটিশ পেট্রোলিয়াম এবং আমারিকান তেল কোম্পানি যথা: শেভরন, এক্রোন, মবিল, টেক্রাকো, গালফ কে 'সেভেন সিস্টারস কোম্পানি' বলা হয়। এরা বিশ্বব্যাপী তেল বাণিজ্যে আধিপত্য বিস্তার করে।
সেভেন সিস্টারস রাজ্য = উত্তর-পুর্ব ভারতের ৭ টি স্বাধীনতাকামী রাজ্য যথা: অরুনাচল, ত্রিপুরা, আসাম, মিজোরাম, মেঘালয়, মনিপুর, নাগাল্যান্ড কে সেভেন সিস্টার বলে।
শর্টকার্ট :
"অমি আমেত্রি মনা" or "অত্র আমি মেম না"
-----------------------------------------
প্রশ্ন :: স্বাধীন-সার্বভৌম রাশিয়ার প্রথম প্রেসিডেন্ট -
ক. মিখাইল গর্বাচেভ
খ. ভাদিমি ইলিচ লেনিন
গ. জোসেফ স্ট্যালিন
ঘ. বরিস ইয়েলেটসিন
"অমি আমেত্রি মনা" or "অত্র আমি মেম না"
-----------------------------------------
প্রশ্ন :: স্বাধীন-সার্বভৌম রাশিয়ার প্রথম প্রেসিডেন্ট -
ক. মিখাইল গর্বাচেভ
খ. ভাদিমি ইলিচ লেনিন
গ. জোসেফ স্ট্যালিন
ঘ. বরিস ইয়েলেটসিন
ফাঁদ : ভাদিমি ইলিচ লেনিন
উত্তর : বরিস ইয়েলেটসিন
উত্তর : বরিস ইয়েলেটসিন
ব্যাখ্যা :
১০ জুন, ১৯৯১ স্বাধীন-সার্বভৌম রাশিয়ায় জনগনের ভোটে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট হন বরিস ইয়েলেটসিন ।
-----------------------------------------
প্রশ্ন :: CIS (কমনওয়েলথ ইন্ডিপেন্ডেট স্টেটস) গঠনের উদ্যোক্তা যে দেশ -
ক. সোভিয়েত ইউনিয়ন
খ. অস্ট্রেলিয়া
গ. যুক্তরাজ্য
ঘ. ভারত
১০ জুন, ১৯৯১ স্বাধীন-সার্বভৌম রাশিয়ায় জনগনের ভোটে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট হন বরিস ইয়েলেটসিন ।
-----------------------------------------
প্রশ্ন :: CIS (কমনওয়েলথ ইন্ডিপেন্ডেট স্টেটস) গঠনের উদ্যোক্তা যে দেশ -
ক. সোভিয়েত ইউনিয়ন
খ. অস্ট্রেলিয়া
গ. যুক্তরাজ্য
ঘ. ভারত
ফাঁদ : যুক্তরাজ্য
উত্তর : রাশিয়া
উত্তর : রাশিয়া
ব্যাখ্যা :
যুক্তরাজ্য = কমনওয়েলথ গঠনে উদ্যোগ নেয়
রাশিয়া = ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে ১৫ টি রাষ্ট্র গঠন হয়। এর ১১ টি দেশ মিলে CIS গঠন করে।
========================
যুক্তরাজ্য = কমনওয়েলথ গঠনে উদ্যোগ নেয়
রাশিয়া = ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে ১৫ টি রাষ্ট্র গঠন হয়। এর ১১ টি দেশ মিলে CIS গঠন করে।
========================
* * * মিখাইল গর্বাচেভ * * *
# ১৯৮৫ সালে ক্ষমতায় আসেন
# ১৯৯০ সালে নোবেল শান্তি পুরষ্কার লাভ করেন
# 'অভিন্ন ইউরোপীয় বাসভূমি' বা 'অখন্ড ইউরোপ' ধারণার প্রবক্তা
# পেরেস্ত্রৈকা (পুণর্গঠন) ও গ্লাসনস্ত (খোলাদ্বার) নীতির প্রবক্তা
# দেমোক্রাইতিজাতসিয়া (গণতন্ত্রায়ন) কর্মসূচিগুলো চালু করেন
# উস্কোরেনিয়ি (অর্থনৈতিক উন্নয়নে গতিশীলতা) কর্মসূচিগুলো চালু করেন
# CIS (কমনওয়েলথ ইন্ডিপেন্ডেট স্টেটস) গঠন করেন
# ওয়ারশ জোট ভেঙ্গে দেন
# গর্বাচেভের আমলে রাশিয়া ভেঙ্গে যায়
# গর্বাচেভের আমলে জার্মানিতে বার্লিন দেয়ালের পতন হয়
# ২৫ ডিসেম্বর ১৯৯১ = সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন
# ২৬ ডিসেম্বর ১৯৯১ = আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি ঘোষণা
# ২৬ ডিসেম্বর ১৯৯১ = রুশ ফেডারেশন প্রতিষ্ঠিত হয়
# সাবেক সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট = মিখাইল গর্বাচেভ
# মিখাইল গর্বাচেভের পর ক্ষমতায় আসেন = বরিস ইয়েলেটসিন
# স্বাধীন-সার্বভৌম রাশিয়ায় জনগনের ভোটে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট = বরিস ইয়েলেটসিন
# ১৯৯০ সালে নোবেল শান্তি পুরষ্কার লাভ করেন
# 'অভিন্ন ইউরোপীয় বাসভূমি' বা 'অখন্ড ইউরোপ' ধারণার প্রবক্তা
# পেরেস্ত্রৈকা (পুণর্গঠন) ও গ্লাসনস্ত (খোলাদ্বার) নীতির প্রবক্তা
# দেমোক্রাইতিজাতসিয়া (গণতন্ত্রায়ন) কর্মসূচিগুলো চালু করেন
# উস্কোরেনিয়ি (অর্থনৈতিক উন্নয়নে গতিশীলতা) কর্মসূচিগুলো চালু করেন
# CIS (কমনওয়েলথ ইন্ডিপেন্ডেট স্টেটস) গঠন করেন
# ওয়ারশ জোট ভেঙ্গে দেন
# গর্বাচেভের আমলে রাশিয়া ভেঙ্গে যায়
# গর্বাচেভের আমলে জার্মানিতে বার্লিন দেয়ালের পতন হয়
# ২৫ ডিসেম্বর ১৯৯১ = সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন
# ২৬ ডিসেম্বর ১৯৯১ = আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি ঘোষণা
# ২৬ ডিসেম্বর ১৯৯১ = রুশ ফেডারেশন প্রতিষ্ঠিত হয়
# সাবেক সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট = মিখাইল গর্বাচেভ
# মিখাইল গর্বাচেভের পর ক্ষমতায় আসেন = বরিস ইয়েলেটসিন
# স্বাধীন-সার্বভৌম রাশিয়ায় জনগনের ভোটে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট = বরিস ইয়েলেটসিন
মিখাইল গর্বাচেভ ক্ষমতায় এসে পেরেস্ত্রৈকা (পুণর্গঠন) ও গ্লাসনস্ত (খোলাদ্বার), দেমোক্রাইতিজাতসিয়া (গণতন্ত্রায়ন) ও উস্কোরেনিয়ি (অর্থনৈতিক উন্নয়নে গতিশীলতা) নামক একের পর এক কর্মসূচিগুলো চালু করতে থাকেন। বিশ্লেষকরা মনে করেন, এ-সব কর্মসূচির পরিণতিতেই ১৯৯১ সালে রাশিয়া ভেঙ্গে যায়।
-----------------------------------------
* * * * গ্লাসনস্ত ও পেরেস্ত্রৈকা * * * *
* * * * গ্লাসনস্ত ও পেরেস্ত্রৈকা * * * *
# গ্লাসনস্ত-পেরেস্ত্রোইকা নীতি গৃহীত হয় = ১৯৮৫ সালে (অনেক গাইডে নেই আবার কোথাও ভুল দেয়া, প্রমাণস্বরূপ pic দেখুন)
# গ্লাসনস্ত-পেরেস্ত্রোইকা নীতি কার্যকর হয় = ১৯৮৮ সালে
# মিখাইল গর্বাচেভ 'গ্লাসনস্ত' সংস্কার কর্মসূচির ধারণা নেন = চীনা প্রেসিডেন্ট দেং জিয়াও পিং থেকে
# গ্লাসনস্ত = খোলামেলা আলোচনা বা মত প্রকাশের নীতি, সমাজতন্ত্রের পতন
# পেরেস্ত্রোইকা = পূর্ণগঠন ও সংস্কার প্রশ্নে নেয়া, মুক্তবাজার অর্থনীতির প্রচলন
# গ্লাসনস্ত-পেরেস্ত্রোইকা নীতি কার্যকর হয় = ১৯৮৮ সালে
# মিখাইল গর্বাচেভ 'গ্লাসনস্ত' সংস্কার কর্মসূচির ধারণা নেন = চীনা প্রেসিডেন্ট দেং জিয়াও পিং থেকে
# গ্লাসনস্ত = খোলামেলা আলোচনা বা মত প্রকাশের নীতি, সমাজতন্ত্রের পতন
# পেরেস্ত্রোইকা = পূর্ণগঠন ও সংস্কার প্রশ্নে নেয়া, মুক্তবাজার অর্থনীতির প্রচলন
=======================
No comments:
Post a Comment