# প্রিলির সিলেবাসে উল্লেখকৃত :
আন্তর্জার্তিক বিষয়াবলী = আন্তর্জাতিক পরিবেশ ইস্যু ও কূটনীতি (৪ নম্বর)
# লিখিতর সিলেবাসে উল্লেখকৃত :
বাংলাদেশ বিষয়াবলী = Bangladesh’s environment and nature and challenges and prospects.
আন্তর্জার্তিক বিষয়াবলী = Global Environment, Climate change.
=====================
পরিবেশ বিষয়ক সংগঠন ও অন্যান্য
=====================
# UNEP : (United Nations Environment Program)
গঠিত হয় = ৫ জুন, ১৯৭২
সদর দপ্তর = নাইরোবি, কেনিয়া
--------------------------------------
# IPCC : (Intergovernmental Panel on Climate Change)
* এটি জাতিসংঘের একটি 'বিজ্ঞানসম্মত body' যা জলবায়ু পরিবর্তনের 'ঝুঁকি মূল্যায়নে' কাজ করে
* এটি UNEP ও WMO এর যৌথ উদ্যোগে গঠিত হয়।
* গঠিত হয় = ১৯৮৮
* সদস্য সংখ্যা = ১৯৫ (বাজারের বইতে নেই)
--------------------------------------
# UNFCCC : (United Nations Framework Convention on Climate Change)
* জলবায়ু পরিবর্তন বিষয়ে জাতিসংঘের একটি 'রূপরেখা'
* ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত ১ম ধরিত্রী সম্মেলনে এটি স্বাক্ষরিত হয়।
--------------------------------------
# COP (Conference of the Parties) :
* The COP is the supreme body of the UNFCCC. It currently meets once a year to review the Convention's progress and establish the rules of its implementation.
* মোট পক্ষ = ১৯৬ (বাজারের বইতে নেই)
* sign করেছে = ১৬৮
=====================
পরিবেশ ও জলবায়ু সম্মেলন
=====================
# স্টকহোম সম্মেলন : ((CORRECTION))
* ১৯৭২ সালে বিশ্ব পরিবেশ বিষয়ে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়
* সেখানেই UNEP গঠিত হয়েছিলো
* ৫ জুন কে 'বিশ্ব পরিবেশ দিবস' ঘোষণা / পালনের সিদ্বান্ত হয়।
--------------------------------------
# ১ম ধরিত্রী সম্মেলন :
* ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে পরিবেশ ও উন্নয়ন বিষয়ক জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত হয়
* ১৭২ টি দেশের ২৪০০ প্রতিনিধি এই সম্মেলনে অংশ নেয়। (বাজারের বইতে ও কিছু পোস্টে ভুল দেয়া ছিল) (pic দেখুন)
* Agenda-21 (৮০০ পৃষ্ঠাব্যাপী) নামক কার্যক্রম গৃহিত হয়
* সম্মেলনের 'রিও ঘোষণায়' (Rio Declaration) ২৭ টি নীতিমালা অন্তর্ভুক্ত আছে
* জলবায়ু পরিবর্তন বিষয়ে জাতিসংঘের রূপরেখা = UNFCCC স্বাক্ষরিত হয়।
--------------------------------------
# ২য় ধরিত্রী সম্মেলন (রিও+৫) :
১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হয়।
# হেগ সম্মেলন :
২০০০ সালে নেদারল্যান্ডের হেগ শহরে পরিবেশ বিষয়ক হেগ সম্মেলন অনুষ্ঠিত হয়।
--------------------------------------
# ৩য় ধরিত্রী সম্মেলন (রিও+১০)
* ২০০২ সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ৩য় ধরিত্রী সম্মেলন (রিও+১০) বা 'বিশ্ব টেকসই উন্নয়ন সম্মেলন' (World Summit on Sustainable Development) অনুষ্ঠিত হয়
* টেকসই উন্নয়ন বিষয়ে এটিই প্রথম সম্মেলন।
--------------------------------------
# কোপেনহেগেন সম্মেলন (কোপ-১৫) :
* ২০০৯ সালে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কোপ-১৫ সম্মেলন অনুষ্ঠিত হয় - ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে
* উন্নত দেশগুলো একটি 'গ্রিন ক্লাইমেট ফান্ড' গঠনের অঙ্গীকার করে
* ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলোর সহায়তায় প্রতিবছর ১০০ বিলিয়ন ডলার প্রদান করা হবে - ২০২০ সাল হতে।
--------------------------------------
# ৪র্থ ধরিত্রী সম্মেলন (রিও+২০) :
* ২০১২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয় যার মূল নাম (United Nation Conference on Sustainable Development).
* ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ “কেমন পৃথিবী আমরা দেখতে চাই” (The future world that we want to see) নামক বক্তব্য পাঠ করে
* টেকসই উন্নয়নে 'প্রাতিষ্ঠানিক কাঠামো' তৈরি করার সিদ্ধান্ত হয়
* 'সবুজ অর্থনীতি' (Green Economy) গড়ে তোলার বিষয়ে সিদ্ধান্ত হয়
--------------------------------------
# জলবায়ু বিষয়ক সম্মেলন : (update)
* জাতিসংঘের জলবায়ু বিষয়ক সর্বশেষ সম্মেলন = লি বুরগেট, ফ্রান্স ( নভেম্বর-ডিসেম্বর, ২০১৫)
* জাতিসংঘের জলবায়ু বিষয়ক পরবর্তী সম্মেলন =
* কানকুন সম্মেলন অনুণিষ্ঠত হয় = মেক্সিকোর কানকুন শহরে (২০১৪)
* COP পরবর্তী সম্মেলন = মরক্কোতে (ডিসেম্বর, ২০১৬) ((CORRECTION))
=====================
চুক্তি, প্রটোকল ও কনভেনশন
=====================
# ভিয়েনা কনভেনশন :
১৯৮৫ সালে গৃহীত, ওজোন স্তর সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ে
# বাসেল কনভেনশন :
১৯৮৯ সালে সুইজারল্যান্ডে গৃহীত, বিপজ্জনক বর্জ্য দেশের সীমান্তের বাইরে চলাচল এবং এদের নিয়ন্ত্রণ বিষয়ে
--------------------------------------
# মন্ট্রিল প্রটোকল : ((CORRECTION))
* কানাডার মন্ট্রিলে শহরে ওজোন স্তর বিনষ্টকারী দূষিত রাসায়নিক পর্দাথের নি:সরণ কমানো বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়
* গৃহীত হয় = ১৯৮৭
* কার্যকর হয় = ১৯৮৯
* প্রটোকলটি কার্যকর হওয়ার পর এই পর্যন্ত মোট ৪ বার সংশোধিত হয়েছে : (35 Preli)
১.লন্ডনে ১৯৯০ সালে
২.কোপেনহেগেনে ১৯৯২ সালে
৩.মন্ট্রিলে ১৯৯৭ সালে
৪.বেইজিংয়ে ১৯৯৯ সালে।
--------------------------------------
# UNFCCC :
* এটি জলবায়ু পরিবর্তন বিষয়ে জাতিসংঘের একটি রূপরেখা
* তৈরি হয় = ১৯৯২
* কার্যকর হয় = ১৯৯৪
* বাংলাদেশ স্বাক্ষর করে = ১৯৯২, ৯ জুন
* বাংলাদেশ অনুমোদন করে = ১৯৯৪, ১৫ এপ্রিল
--------------------------------------
# জীব বৈচিত্র্য সংক্রান্ত কনভেনশন :
* স্বাক্ষরিত হয় = ৫ জুন, ১৯৯২
* কার্যকর হয় = ১৯৯৩ সালে
--------------------------------------
# কিয়োটো প্রটোকল :
* জাপানের প্রাচীন রাজধানী কিয়েটোতে বিশ্বের উষ্ণতা রোধ বিষয়ে এই প্রটোকল স্বাক্ষরিত হয়
* স্বাক্ষরিত হয় = ১৯৯৭, ১১ ডিসেম্বর (অনেক বইতে নেই, আবার কোথাও ভুল তারিখ দেয়া) (pic দেখুন)
* কার্যকর হয় = ২০০৫, ১৬ ফেব্রুয়ারি (অনেক বইতে নেই, আবার কোথাও ভুল তারিখ দেয়া) (pic দেখুন)
* বাংলাদেশ স্বাক্ষর করে = ২০০১, ২২ অক্টোবর
* বাংলাদেশ কার্যকর করে = ২০০৫, ১৬ ডিসেম্বর
* প্রটোকলটির মেয়াদ শেষ হবে = ২০২০ সালে (পূর্বের মেয়াদ ২০১২ + ৮ বত্সর বৃদ্বি)
* অনুমোদনকারী মোট দেশ = ১৯২ (বাজারের বইতে update নেই)
* স্বাক্ষর করেছে কিন্তু অনুমোদন (ratify) করেনি = আমেরিকা
* কিয়োটো প্রত্যাহার কারী একমাত্র দেশ = কানাডা
NB: প্রিলি ও ৩৪ লিখিতসহ একাধিকবার এই ইস্যুটি এসেছে ।
--------------------------------------
The Kyoto Protocol was adopted in Kyoto, Japan, on 11 December 1997. Due to a complex ratification process, it entered into force on 16 February 2005.
.
There are now 195 Parties to the Convention and 192 Parties to the Kyoto Protocol.
.
KP, as it is referred to in short, sets binding emission reduction targets for 37 industrialized countries and the European community in its first commitment period. Overall, these targets add up to an average five per cent emissions reduction compared to 1990 levels over the five-year period 2008 to 2012 (the first commitment period).
.
The Protocol’s first commitment period started in 2008 and ended in 2012. The second commitment period began on 1 January 2013 and will end in 2020.
--------------------------------------
# কার্টাগোনা প্রটোকল :
* জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি কানাডার মন্ট্রিলে স্বাক্ষরিত হয় (35 প্রিলি)
* গৃহীত হয় = ২০০০
* কার্যকর হয় = ২০০৩
* বাংলাদেশ স্বাক্ষর করে = ২০০০ সালে
* বাংলাদেশ কার্যকর করে = ২০০৪ সালে
=====================
বাংলাদেশের -- স্বাক্ষর, অনুমোদন ও কার্যকর
(একনজরে)
=====================
* জীববৈচিত্র্য সংক্রান্ত কনভেনশন স্বাক্ষর = ১৯৯২
* UNFCCC স্বাক্ষর = ১৯৯২, ৯ জুন
* UNFCCC অনুমোদন = ১৯৯৪, ১৫ এপ্রিল
* কার্টাগোনা প্রটোকল স্বাক্ষর = ২০০০ সালে
* কার্টাগোনা প্রটোকল কার্যকর = ২০০৪ সালে
* কিয়োটো প্রটোকল স্বাক্ষর = ২০০১, ২২ অক্টোবর
* কিয়োটো প্রটোকল কার্যকর = ২০০৫, ১৬ ডিসেম্বর
# জাতীয় টেকসই উন্নয়ন কৌশলপত্র :
* অনুমোদন = ২৬ ফেব্রুয়ারি ২০১৩
* মেয়াদ = ১০ বছর (২০১২-২০২১)
আন্তর্জার্তিক বিষয়াবলী = আন্তর্জাতিক পরিবেশ ইস্যু ও কূটনীতি (৪ নম্বর)
# লিখিতর সিলেবাসে উল্লেখকৃত :
বাংলাদেশ বিষয়াবলী = Bangladesh’s environment and nature and challenges and prospects.
আন্তর্জার্তিক বিষয়াবলী = Global Environment, Climate change.
=====================
পরিবেশ বিষয়ক সংগঠন ও অন্যান্য
=====================
# UNEP : (United Nations Environment Program)
গঠিত হয় = ৫ জুন, ১৯৭২
সদর দপ্তর = নাইরোবি, কেনিয়া
--------------------------------------
# IPCC : (Intergovernmental Panel on Climate Change)
* এটি জাতিসংঘের একটি 'বিজ্ঞানসম্মত body' যা জলবায়ু পরিবর্তনের 'ঝুঁকি মূল্যায়নে' কাজ করে
* এটি UNEP ও WMO এর যৌথ উদ্যোগে গঠিত হয়।
* গঠিত হয় = ১৯৮৮
* সদস্য সংখ্যা = ১৯৫ (বাজারের বইতে নেই)
--------------------------------------
# UNFCCC : (United Nations Framework Convention on Climate Change)
* জলবায়ু পরিবর্তন বিষয়ে জাতিসংঘের একটি 'রূপরেখা'
* ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত ১ম ধরিত্রী সম্মেলনে এটি স্বাক্ষরিত হয়।
--------------------------------------
# COP (Conference of the Parties) :
* The COP is the supreme body of the UNFCCC. It currently meets once a year to review the Convention's progress and establish the rules of its implementation.
* মোট পক্ষ = ১৯৬ (বাজারের বইতে নেই)
* sign করেছে = ১৬৮
=====================
পরিবেশ ও জলবায়ু সম্মেলন
=====================
# স্টকহোম সম্মেলন : ((CORRECTION))
* ১৯৭২ সালে বিশ্ব পরিবেশ বিষয়ে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়
* সেখানেই UNEP গঠিত হয়েছিলো
* ৫ জুন কে 'বিশ্ব পরিবেশ দিবস' ঘোষণা / পালনের সিদ্বান্ত হয়।
--------------------------------------
# ১ম ধরিত্রী সম্মেলন :
* ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে পরিবেশ ও উন্নয়ন বিষয়ক জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত হয়
* ১৭২ টি দেশের ২৪০০ প্রতিনিধি এই সম্মেলনে অংশ নেয়। (বাজারের বইতে ও কিছু পোস্টে ভুল দেয়া ছিল) (pic দেখুন)
* Agenda-21 (৮০০ পৃষ্ঠাব্যাপী) নামক কার্যক্রম গৃহিত হয়
* সম্মেলনের 'রিও ঘোষণায়' (Rio Declaration) ২৭ টি নীতিমালা অন্তর্ভুক্ত আছে
* জলবায়ু পরিবর্তন বিষয়ে জাতিসংঘের রূপরেখা = UNFCCC স্বাক্ষরিত হয়।
--------------------------------------
# ২য় ধরিত্রী সম্মেলন (রিও+৫) :
১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হয়।
# হেগ সম্মেলন :
২০০০ সালে নেদারল্যান্ডের হেগ শহরে পরিবেশ বিষয়ক হেগ সম্মেলন অনুষ্ঠিত হয়।
--------------------------------------
# ৩য় ধরিত্রী সম্মেলন (রিও+১০)
* ২০০২ সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ৩য় ধরিত্রী সম্মেলন (রিও+১০) বা 'বিশ্ব টেকসই উন্নয়ন সম্মেলন' (World Summit on Sustainable Development) অনুষ্ঠিত হয়
* টেকসই উন্নয়ন বিষয়ে এটিই প্রথম সম্মেলন।
--------------------------------------
# কোপেনহেগেন সম্মেলন (কোপ-১৫) :
* ২০০৯ সালে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কোপ-১৫ সম্মেলন অনুষ্ঠিত হয় - ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে
* উন্নত দেশগুলো একটি 'গ্রিন ক্লাইমেট ফান্ড' গঠনের অঙ্গীকার করে
* ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলোর সহায়তায় প্রতিবছর ১০০ বিলিয়ন ডলার প্রদান করা হবে - ২০২০ সাল হতে।
--------------------------------------
# ৪র্থ ধরিত্রী সম্মেলন (রিও+২০) :
* ২০১২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয় যার মূল নাম (United Nation Conference on Sustainable Development).
* ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ “কেমন পৃথিবী আমরা দেখতে চাই” (The future world that we want to see) নামক বক্তব্য পাঠ করে
* টেকসই উন্নয়নে 'প্রাতিষ্ঠানিক কাঠামো' তৈরি করার সিদ্ধান্ত হয়
* 'সবুজ অর্থনীতি' (Green Economy) গড়ে তোলার বিষয়ে সিদ্ধান্ত হয়
--------------------------------------
# জলবায়ু বিষয়ক সম্মেলন : (update)
* জাতিসংঘের জলবায়ু বিষয়ক সর্বশেষ সম্মেলন = লি বুরগেট, ফ্রান্স ( নভেম্বর-ডিসেম্বর, ২০১৫)
* জাতিসংঘের জলবায়ু বিষয়ক পরবর্তী সম্মেলন =
* কানকুন সম্মেলন অনুণিষ্ঠত হয় = মেক্সিকোর কানকুন শহরে (২০১৪)
* COP পরবর্তী সম্মেলন = মরক্কোতে (ডিসেম্বর, ২০১৬) ((CORRECTION))
=====================
চুক্তি, প্রটোকল ও কনভেনশন
=====================
# ভিয়েনা কনভেনশন :
১৯৮৫ সালে গৃহীত, ওজোন স্তর সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ে
# বাসেল কনভেনশন :
১৯৮৯ সালে সুইজারল্যান্ডে গৃহীত, বিপজ্জনক বর্জ্য দেশের সীমান্তের বাইরে চলাচল এবং এদের নিয়ন্ত্রণ বিষয়ে
--------------------------------------
# মন্ট্রিল প্রটোকল : ((CORRECTION))
* কানাডার মন্ট্রিলে শহরে ওজোন স্তর বিনষ্টকারী দূষিত রাসায়নিক পর্দাথের নি:সরণ কমানো বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়
* গৃহীত হয় = ১৯৮৭
* কার্যকর হয় = ১৯৮৯
* প্রটোকলটি কার্যকর হওয়ার পর এই পর্যন্ত মোট ৪ বার সংশোধিত হয়েছে : (35 Preli)
১.লন্ডনে ১৯৯০ সালে
২.কোপেনহেগেনে ১৯৯২ সালে
৩.মন্ট্রিলে ১৯৯৭ সালে
৪.বেইজিংয়ে ১৯৯৯ সালে।
--------------------------------------
# UNFCCC :
* এটি জলবায়ু পরিবর্তন বিষয়ে জাতিসংঘের একটি রূপরেখা
* তৈরি হয় = ১৯৯২
* কার্যকর হয় = ১৯৯৪
* বাংলাদেশ স্বাক্ষর করে = ১৯৯২, ৯ জুন
* বাংলাদেশ অনুমোদন করে = ১৯৯৪, ১৫ এপ্রিল
--------------------------------------
# জীব বৈচিত্র্য সংক্রান্ত কনভেনশন :
* স্বাক্ষরিত হয় = ৫ জুন, ১৯৯২
* কার্যকর হয় = ১৯৯৩ সালে
--------------------------------------
# কিয়োটো প্রটোকল :
* জাপানের প্রাচীন রাজধানী কিয়েটোতে বিশ্বের উষ্ণতা রোধ বিষয়ে এই প্রটোকল স্বাক্ষরিত হয়
* স্বাক্ষরিত হয় = ১৯৯৭, ১১ ডিসেম্বর (অনেক বইতে নেই, আবার কোথাও ভুল তারিখ দেয়া) (pic দেখুন)
* কার্যকর হয় = ২০০৫, ১৬ ফেব্রুয়ারি (অনেক বইতে নেই, আবার কোথাও ভুল তারিখ দেয়া) (pic দেখুন)
* বাংলাদেশ স্বাক্ষর করে = ২০০১, ২২ অক্টোবর
* বাংলাদেশ কার্যকর করে = ২০০৫, ১৬ ডিসেম্বর
* প্রটোকলটির মেয়াদ শেষ হবে = ২০২০ সালে (পূর্বের মেয়াদ ২০১২ + ৮ বত্সর বৃদ্বি)
* অনুমোদনকারী মোট দেশ = ১৯২ (বাজারের বইতে update নেই)
* স্বাক্ষর করেছে কিন্তু অনুমোদন (ratify) করেনি = আমেরিকা
* কিয়োটো প্রত্যাহার কারী একমাত্র দেশ = কানাডা
NB: প্রিলি ও ৩৪ লিখিতসহ একাধিকবার এই ইস্যুটি এসেছে ।
--------------------------------------
The Kyoto Protocol was adopted in Kyoto, Japan, on 11 December 1997. Due to a complex ratification process, it entered into force on 16 February 2005.
.
There are now 195 Parties to the Convention and 192 Parties to the Kyoto Protocol.
.
KP, as it is referred to in short, sets binding emission reduction targets for 37 industrialized countries and the European community in its first commitment period. Overall, these targets add up to an average five per cent emissions reduction compared to 1990 levels over the five-year period 2008 to 2012 (the first commitment period).
.
The Protocol’s first commitment period started in 2008 and ended in 2012. The second commitment period began on 1 January 2013 and will end in 2020.
--------------------------------------
# কার্টাগোনা প্রটোকল :
* জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি কানাডার মন্ট্রিলে স্বাক্ষরিত হয় (35 প্রিলি)
* গৃহীত হয় = ২০০০
* কার্যকর হয় = ২০০৩
* বাংলাদেশ স্বাক্ষর করে = ২০০০ সালে
* বাংলাদেশ কার্যকর করে = ২০০৪ সালে
=====================
বাংলাদেশের -- স্বাক্ষর, অনুমোদন ও কার্যকর
(একনজরে)
=====================
* জীববৈচিত্র্য সংক্রান্ত কনভেনশন স্বাক্ষর = ১৯৯২
* UNFCCC স্বাক্ষর = ১৯৯২, ৯ জুন
* UNFCCC অনুমোদন = ১৯৯৪, ১৫ এপ্রিল
* কার্টাগোনা প্রটোকল স্বাক্ষর = ২০০০ সালে
* কার্টাগোনা প্রটোকল কার্যকর = ২০০৪ সালে
* কিয়োটো প্রটোকল স্বাক্ষর = ২০০১, ২২ অক্টোবর
* কিয়োটো প্রটোকল কার্যকর = ২০০৫, ১৬ ডিসেম্বর
# জাতীয় টেকসই উন্নয়ন কৌশলপত্র :
* অনুমোদন = ২৬ ফেব্রুয়ারি ২০১৩
* মেয়াদ = ১০ বছর (২০১২-২০২১)
=====================
গুরুত্বপূর্ণ কিছু তথ্য
=====================
* সর্বাধিক গ্রিন হাউস গ্যাস নিঃসরণকারী দেশ = চীন (২য়: যুক্তরাষ্ট)
* সর্বাধিক কার্বন নিঃসরণকারী দেশ = চীন (২য়: যুক্তরাষ্ট)
* মাথাপিছু হিসেবে সর্বাধিক কার্বন নিঃসরণকারী দেশ = কানাডা
* সম্প্রতি কার্বন কর চালু করেছে = অস্ট্রেলিয়া
* সম্প্রতি পরিবেশ দূষণ বীমা চালু করেছে = চীন
=====================
পুরস্কার
=====================
# চ্যাম্পিয়ন অফ দ্যা আর্থ :
* ২০০৪ সালে জাতিসংঘ পরিবেশ সংস্থা কর্তৃক এই পুরস্কার প্রবর্তিত হয়
* ২০০৫ সাল হতে পুরস্কার দেয়া শুরু হয়
* মোট ৬ টি ক্যাটাগরিতে এই পুরুস্কার দেয়া হয়
* প্রধানমন্ত্রী শেখ হাসিনা 'পলিসি লিডারশিপ' ক্যাটাগরিতে এই পুরুস্কার পেয়েছেন
* এই পর্যন্ত ৬৭ জন এই পুরস্কার পেয়েছেন
# গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ :
* এটিকে 'পরিবেশের নোবেল' বলা হয়
* প্রবর্তন হয় = ১৯৯০
=====================
পরিবেশে বিষয়ে প্রথম
=====================
* 'ইকোলজি' শব্দটি ১৮৭০ সালে ব্যবহার করেন = জার্মান পরিবেশ বিজ্ঞানী আর্নেস্ট হেইকেল। ইকোলজি গ্রিক শব্দ
* 'গ্রিনহাউস' শব্দটি ১৮৯৬ সালে ব্যবহার করেন = সুইডিস বিজ্ঞানী সোভনর্টে আরহেনিয়াস
* মেরু প্রদেশে ওজনস্তরের ফাটল লক্ষ্য করেন = জোনাথন শাকলিন
* সবুজ বিপ্লবের সৃষ্টি করেন = নরম্যান বেলেরগ
=====================
পরিবেশ বিষয়ক Terms
=====================
* গ্রিনফান্ড = পরিবেশ দূর্যোগ মোকাবেলাতে গঠিত তহবিল
* গ্লোবাল জিরো = ২৫ বছরের মধ্যে 'বিশ্বকে পরমাণূ অস্ত্রমুক্তকরণ কর্মসূচী'
* গ্রিন সার্টিফিকেট = কার্বন ডাই অক্সাইড হ্রাসের লক্ষ্যে ডেনমার্কে প্রবর্তিত হয়
* গ্রিন পার্টি = = নিউজিল্যান্ডের 'ভ্যালুস পার্টিকে পৃথিবীর প্রথম গ্রিন পার্টি বলা হয়
* গ্রিন কেমিস্টি = পরিবেশ সহায়ক রাসায়নিক পদার্থ যাতে পরিবেশের ক্ষতি কম হয়
* গ্রিনবেল্ট মুভমেন্ট = কেনিয়ার নোবেল বিজয়ী ওয়াংগেরি মাথেই এর বনায়ন কর্মসূচী
=====================
শব্দের উত্পত্তি ও অর্থ
=====================
* সুনামি (জাপানি শব্দ) = ঢেউ বা সামুদ্রিক ভূমিকম্প
* এল নিনো (স্প্যানিশ শব্দ) = বালক
* লা-নিনা (স্প্যানিশ শব্দ) = বালিকা
* সিডোর (সিংহলী শব্দ) = চোখ
* আইলা = ডলফিন
* নার্গিস = ফুল
=====================
অঞ্চলভিত্তিক সাইক্লোনের বিভিন্ন নাম
=====================
* উইলি উইলি = অস্ট্রেলিয়া
* জোয়ান = ক্যারিবীয় অঞ্চলে
* সাইক্লোন = বাংলাদেশ ও ভারতীয় অঞ্চলে
* টাইফুন = জাপান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে
* হ্যারিকেন/ক্যাটেরিনা = আমেরিকা ও আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলে
# সুনামি :
* ৭.৫ রিখটার স্কেল ভুমিকম্পের সাথে সুনামি হয়
* বাংলাদেশে প্রথম সুনামি হয় = ১৭৭৬ সালের ২ এপ্রিল
* ২০১১ তে জাপানের ফুকুসিমাতে সুনামির সাথে পারমাণু বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয়
=====================
পরিবেশ, দুর্যোগ ও বাংলাদেশ
=====================
* পলিথিন শপিংব্যাগ নিষিদ্ধ করা হয় = ২০০২ সালে
* বাংলাদেশে পরিবেশ আদালত আছে = ৩টি (ঢাকা, চট্টগ্রাম, সিলেট)
* ঘূর্নিঝড় ও দুর্যোগ পূর্বাভাস কেন্দ্র = ১ টি (SPARSO)
* প্রতিরক্ষা মন্ত্রাণালয়ধীন Bangladesh Space Research & Remote Sensing Organization (SPARSO) আগারগাঁওয়ে অবস্থিত।
=====================
গুরুত্বপূর্ন সাল
=====================
১৯৮০ = SPARSO প্রতিষ্ঠিত
১৯৯২ = জাতীয় পরিবেশ নীতি
১৯৯২ = বেলা গঠিত হয়
১৯৯৩ = দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো গঠিত
১৯৯৩ = বৃক্ষরোপণে জাতীয় পুরষ্কার প্রবর্তন
১৯৯৪ = জাতীয় বৃক্ষমেলা প্রবর্তন
১৯৯৫ = পরিবেশ সংরক্ষণ আইন
১৯৯৭ = পরিবেশ সংরক্ষণ বিধিমালা
২০০০ = বাপা গঠিত হয়
২০০৪ = দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি চালু
২০১২ = দুর্যোগ ব্যবস্থাপনা আইন প্রণীত
২০১৩ = জাতীয় টেকসই উন্নয়ন কৌশলপত্র অনুমোদন
=====================
অন্যান্য
=====================
বাংলাদেশের সবচেযে বড় প্রলংঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস হয় = ১৯৭০ সালের ১২ই নভেম্বর এবং ২৯ শে এপ্রিল ১৯৯১
সিডর = ১৫ই নভেম্বর ২০০৭ আঘাত হানে
আইলা = ২০০৯ সালে আঘাত হানে
কাল বৈশাখী ঝড় হয় = এপ্রিল-মে মাসে
বাংলাদেশকে ৩টি ভুমিকম্পনীয় অঞ্চলে ভাগ করা হয়েছে
১ রিখটার স্কেলের ৭ মাত্রার সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে দেশের 'উত্তর-পূর্ব' অঞ্চল
গুরুত্বপূর্ণ কিছু তথ্য
=====================
* সর্বাধিক গ্রিন হাউস গ্যাস নিঃসরণকারী দেশ = চীন (২য়: যুক্তরাষ্ট)
* সর্বাধিক কার্বন নিঃসরণকারী দেশ = চীন (২য়: যুক্তরাষ্ট)
* মাথাপিছু হিসেবে সর্বাধিক কার্বন নিঃসরণকারী দেশ = কানাডা
* সম্প্রতি কার্বন কর চালু করেছে = অস্ট্রেলিয়া
* সম্প্রতি পরিবেশ দূষণ বীমা চালু করেছে = চীন
=====================
পুরস্কার
=====================
# চ্যাম্পিয়ন অফ দ্যা আর্থ :
* ২০০৪ সালে জাতিসংঘ পরিবেশ সংস্থা কর্তৃক এই পুরস্কার প্রবর্তিত হয়
* ২০০৫ সাল হতে পুরস্কার দেয়া শুরু হয়
* মোট ৬ টি ক্যাটাগরিতে এই পুরুস্কার দেয়া হয়
* প্রধানমন্ত্রী শেখ হাসিনা 'পলিসি লিডারশিপ' ক্যাটাগরিতে এই পুরুস্কার পেয়েছেন
* এই পর্যন্ত ৬৭ জন এই পুরস্কার পেয়েছেন
# গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ :
* এটিকে 'পরিবেশের নোবেল' বলা হয়
* প্রবর্তন হয় = ১৯৯০
=====================
পরিবেশে বিষয়ে প্রথম
=====================
* 'ইকোলজি' শব্দটি ১৮৭০ সালে ব্যবহার করেন = জার্মান পরিবেশ বিজ্ঞানী আর্নেস্ট হেইকেল। ইকোলজি গ্রিক শব্দ
* 'গ্রিনহাউস' শব্দটি ১৮৯৬ সালে ব্যবহার করেন = সুইডিস বিজ্ঞানী সোভনর্টে আরহেনিয়াস
* মেরু প্রদেশে ওজনস্তরের ফাটল লক্ষ্য করেন = জোনাথন শাকলিন
* সবুজ বিপ্লবের সৃষ্টি করেন = নরম্যান বেলেরগ
=====================
পরিবেশ বিষয়ক Terms
=====================
* গ্রিনফান্ড = পরিবেশ দূর্যোগ মোকাবেলাতে গঠিত তহবিল
* গ্লোবাল জিরো = ২৫ বছরের মধ্যে 'বিশ্বকে পরমাণূ অস্ত্রমুক্তকরণ কর্মসূচী'
* গ্রিন সার্টিফিকেট = কার্বন ডাই অক্সাইড হ্রাসের লক্ষ্যে ডেনমার্কে প্রবর্তিত হয়
* গ্রিন পার্টি = = নিউজিল্যান্ডের 'ভ্যালুস পার্টিকে পৃথিবীর প্রথম গ্রিন পার্টি বলা হয়
* গ্রিন কেমিস্টি = পরিবেশ সহায়ক রাসায়নিক পদার্থ যাতে পরিবেশের ক্ষতি কম হয়
* গ্রিনবেল্ট মুভমেন্ট = কেনিয়ার নোবেল বিজয়ী ওয়াংগেরি মাথেই এর বনায়ন কর্মসূচী
=====================
শব্দের উত্পত্তি ও অর্থ
=====================
* সুনামি (জাপানি শব্দ) = ঢেউ বা সামুদ্রিক ভূমিকম্প
* এল নিনো (স্প্যানিশ শব্দ) = বালক
* লা-নিনা (স্প্যানিশ শব্দ) = বালিকা
* সিডোর (সিংহলী শব্দ) = চোখ
* আইলা = ডলফিন
* নার্গিস = ফুল
=====================
অঞ্চলভিত্তিক সাইক্লোনের বিভিন্ন নাম
=====================
* উইলি উইলি = অস্ট্রেলিয়া
* জোয়ান = ক্যারিবীয় অঞ্চলে
* সাইক্লোন = বাংলাদেশ ও ভারতীয় অঞ্চলে
* টাইফুন = জাপান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে
* হ্যারিকেন/ক্যাটেরিনা = আমেরিকা ও আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলে
# সুনামি :
* ৭.৫ রিখটার স্কেল ভুমিকম্পের সাথে সুনামি হয়
* বাংলাদেশে প্রথম সুনামি হয় = ১৭৭৬ সালের ২ এপ্রিল
* ২০১১ তে জাপানের ফুকুসিমাতে সুনামির সাথে পারমাণু বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয়
=====================
পরিবেশ, দুর্যোগ ও বাংলাদেশ
=====================
* পলিথিন শপিংব্যাগ নিষিদ্ধ করা হয় = ২০০২ সালে
* বাংলাদেশে পরিবেশ আদালত আছে = ৩টি (ঢাকা, চট্টগ্রাম, সিলেট)
* ঘূর্নিঝড় ও দুর্যোগ পূর্বাভাস কেন্দ্র = ১ টি (SPARSO)
* প্রতিরক্ষা মন্ত্রাণালয়ধীন Bangladesh Space Research & Remote Sensing Organization (SPARSO) আগারগাঁওয়ে অবস্থিত।
=====================
গুরুত্বপূর্ন সাল
=====================
১৯৮০ = SPARSO প্রতিষ্ঠিত
১৯৯২ = জাতীয় পরিবেশ নীতি
১৯৯২ = বেলা গঠিত হয়
১৯৯৩ = দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো গঠিত
১৯৯৩ = বৃক্ষরোপণে জাতীয় পুরষ্কার প্রবর্তন
১৯৯৪ = জাতীয় বৃক্ষমেলা প্রবর্তন
১৯৯৫ = পরিবেশ সংরক্ষণ আইন
১৯৯৭ = পরিবেশ সংরক্ষণ বিধিমালা
২০০০ = বাপা গঠিত হয়
২০০৪ = দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি চালু
২০১২ = দুর্যোগ ব্যবস্থাপনা আইন প্রণীত
২০১৩ = জাতীয় টেকসই উন্নয়ন কৌশলপত্র অনুমোদন
=====================
অন্যান্য
=====================
বাংলাদেশের সবচেযে বড় প্রলংঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস হয় = ১৯৭০ সালের ১২ই নভেম্বর এবং ২৯ শে এপ্রিল ১৯৯১
সিডর = ১৫ই নভেম্বর ২০০৭ আঘাত হানে
আইলা = ২০০৯ সালে আঘাত হানে
কাল বৈশাখী ঝড় হয় = এপ্রিল-মে মাসে
বাংলাদেশকে ৩টি ভুমিকম্পনীয় অঞ্চলে ভাগ করা হয়েছে
১ রিখটার স্কেলের ৭ মাত্রার সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে দেশের 'উত্তর-পূর্ব' অঞ্চল
No comments:
Post a Comment