Monday, 4 January 2016

আন্তর্জার্তিক সংগঠন ও বৈশ্বিক প্রতিষ্ঠান (এলডিসি: কিছু তথ্য) By Samad Azad

৩৫ প্রিলির প্রশ্নের আলোকে ৩৬ প্রিলির প্রস্তুতি :: আন্তর্জার্তিক বিষয়াবলী
Topic :: আন্তর্জার্তিক সংগঠন ও বৈশ্বিক প্রতিষ্ঠান (এলডিসি: কিছু তথ্য)
-------------------------------------------
# এলডিসিভুক্ত দেশ ছিল = ৫২ টি
# বর্তমানে এলডিসিভুক্ত দেশ আছে = ৪৮টি
# জাতিসংঘ বিশ্বের স্বল্পোন্নত (এলডিসি) দেশের তালিকা করে = ১৯৭১ সালে
# ১৯৭১ সাল থেকে এ পর্যন্ত মাত্র এলডিসি থেকে বের হতে পেরেছে = ৪ টি দেশ
# এলডিসি থেকে বের হতে পেরেছে = বতসোয়ানা, কেপ ভারদে, মালদ্বীপ ও সামোয়া
# এলডিসি থেকে বের হওয়া দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ = মালদ্বীপ
# এলডিসি গ্রুপ এর সদস্য সংখ্যা = ৩৪টি
# এলডিসির অভিধা থেকে বের হওয়ার জন্য কর্মপরিকল্পনা বাস্তবায়নে সময় পেয়েছে: ২০২০ সাল
--------------------------------------------
স্বল্পোন্নত (এলডিসি) কি :
স্বল্পোন্নত (এলডিসি) নির্ণয়ে উন্নয়ন-প্রক্রিয়া কার্যত স্থবির, দারিদ্র্যহার কমানোর ক্ষেত্রে ব্যর্থ, ঝুঁকির তীব্রতা বেশি তাদের স্বল্পোন্নত (এলডিসি) দেশ বলে। স্বল্পোন্নত (এলডিসি) দেশকে আন্তর্জাতিক বাণিজ্য, বিদেশি ঋণ ও অনুদান পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন সংস্থা ও উন্নত দেশগুলোর কাছ থেকে বিশেষ সুবিধা দেওয়ার নীতি ও সিদ্ধান্ত রয়েছে জাতিসংঘ, ডাব্লিউটিওসহ নানা আন্তর্জাতিক সংস্থায়।
--------------------------------------------
স্বল্পোন্নত দেশ (LDC) নির্ধারণ করার সূচক বা ভিত্তি : ৩ টি
১. মাথাপিছু আয়
২. মানবসম্পদ উন্নয়ন
৩. অর্থনীতির ভঙ্গুরতা
--------------------------------------------
স্বল্পোন্নত দেশ (LDC) থেকে উন্নয়নশীল দেশে উঠে আসতে জাতিসংঘের শর্ত রয়েছে : ৩ টি
১ম শর্ত: ৩ বছরের গড় মাথাপিছু আয় কমপক্ষে ১১৯০ ডলার হতে হবে।
২য় শর্ত: হলো-মানবসম্পদের উন্নয়ন। এ ক্ষেত্রে পুষ্টি, স্বাস্থ্য, শিক্ষা ও বয়স্ক শিক্ষা ক্ষেত্রে উন্নয়নকে মূল্যায়ন করে জাতিসংঘ।
৩য় শর্ত: ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা দূর করা।
--------------------------------------------
এলডিসি গ্রুপ (LDC Group) :
বর্তমানে ৪৮টি স্বল্পোন্নত দেশের মধ্যে ৩৪টি বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) এর সদস্য। আর বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিওতে) এই ৩৪টি দেশের দল বা গ্রুপটিকেই "এলডিসি গ্রুপ" বলে। সুতরাং এলডিসি গ্রুপ (LDC Group) এর সদস্য সংখ্যা ৩৪টি ।
--------------------------------------------
অন্যান্য :
এলডিসি দেশ নিয়ে আঙ্কটাডের নেতৃত্বে ১৯৮১, ১৯৯০, ২০০১ ও ২০১১ সালে ৪ টি সম্মেলন হয়েছে।
এলডিসির সর্বশেষ সম্মেলন হয় ইস্তাম্বুল, তুরস্কে।
বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) স্বল্পোন্নত দেশ বা এলডিসির সমন্বয়ক মনোনীত হয়েছে = ৫ বার

No comments:

Post a Comment