Monday 4 January 2016

৩৫ প্রিলির প্রশ্নের আলোকে ৩৬ প্রিলির প্রস্তুতি (সত্যের সন্ধানে) By Samad Azad

বাজারে প্রাপ্ত বই ও নোটসমূহের ভুল সংশোধনঃ 

প্রশ্ন : ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত '১ম ধরিত্রী সম্মেলনে' কতটি দেশ অংশ নেয় ?
ক. ১৭৮ (প্রফেসরস)
খ. ১৮৫ (assurance ডাইজেস্ট)
সঠিক উত্তর :
১৭২ টি দেশের সরকার এই সম্মেলনে অংশ নেয়।
Ref : জাতিসংঘ ওয়েবসাইট (সংযুক্ত pic দেখুন)
বাজারের প্রায় সব বইতে ভুল দেয়া আছে ।
_______________________
প্রশ্ন : কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয় কবে ?
সঠিক উত্তর :
১৯৯৭, ১১ ডিসেম্বর (অনেক বইতে নেই, আবার কোথাও ভুল তারিখ দেয়া)
Ref : জাতিসংঘ পরিবেশ সংস্থা ওয়েবসাইট (সংযুক্ত pic দেখুন)
NB: প্রটোকল নিলে ৩৫ প্রিলিতে ২ টি প্রশ্ন ছিল। আর পিএসসি এর বিগত প্রশ্নে প্রায় ৫/৭ বার এত ছিল।
_______________________
প্রশ্ন : বাংলাদেশে এ পর্যন্ত মোট কতটি শিক্ষা কমিশন হয়েছে?
সঠিক উত্তর :
মোট শিক্ষা কমিশন হয়েছে = ৯ টি
স্বাধীনতার পর শিক্ষা কমিশন হয়েছে = ৫ টি
শিক্ষা নীতি = ৩ টি
Ref : শিখা মন্ত্রণালয়ের ওয়েবসাইট
_______________________
প্রশ্ন : পোশাক শিল্পে কত লাখ লোকের কর্মসংস্থান হয়েছে ?
সঠিক উত্তর :
৪ মিলিয়ন বা ৪০ লক্ষ লোকের কর্মসংস্থান হয়েছে
Ref : বিজিএমইএ (BGMEA) ওয়েবসাইট (সংযুক্ত pic দেখুন)
# পোশাক শিল্পের গুরুত্বপূর্ন তথ্য :
* বাংলাদেশে পোশাক শিল্পের যাত্রা শুরু = ১৯৮০ সালে। (আশির দশকে)
* প্রথম পোশাক কারখানা = দেশ গার্মেন্টস (১৯৭৮)
* পোশাক শিল্পের পথ প্রদর্শক = নুরুল কাদের (দেশ গার্মেন্টস)
Ref : বিজিএমইএ (BGMEA) ওয়েবসাইট (সংযুক্ত pic দেখুন)
_______________________
প্রশ্ন : বাংলাদেশে বিশেষায়িত ব্যাংক কতটি?
সঠিক উত্তর : ৩ টি
১. BDBL (বাংলাদেশ উন্নয়ন ব্যাংক)
২. BKB (বাংলাদেশ কৃষি ব্যাংক)
৩. RKUB (রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক)
Ref : বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট = ২ টি (confusion) (সংযুক্ত pic দেখুন)
# প্রাসঙ্গিক কথা :
* পূর্বে বিশেষায়িত ব্যাংক ছিল = ৪ টি। সম্প্রতি BASIC ব্যাংক বানিজ্যিক ব্যাংকে রুপান্তরিত হয়েছে। তাই এখন বিশেষায়িত ব্যাংক ৩ টি।
* কিন্তু বাংলাদেশ ব্যাংক এর ওয়েবসাইট বলছে = ২ টি
* আমি মনে করি = ৩ টি হবে। কারণ, BDBL, BKB, RKUB এর ওয়েবসাইটে গেলে আপনি দেখবেন, এই ৩ টি ব্যাংক নিজেদের বিশেষায়িত ব্যাংক (specialized bank) দাবি করছে।
_______________________
প্রশ্ন : বাংলাদেশ স্বাধীন হবার পুর্বে কয়টি অন্তরবর্তীকালীন সংবিধান প্রণীত হয় ?
সঠিক উত্তর :
স্বাধীন হবার পুর্বে দুইটি অন্তরবর্তীকালীন সংবিধান প্রণীত হয়।
ক- স্বাধীনতার ঘোষণাপত্র (১০ এপ্রিল ১৯৭১)
খ- অস্থায়ী সংবিধান আদেশ (১১ জানুয়ারি ১৯৭২)
_______________________
প্রশ্ন : গণপরিষদের সদস্য কত জন ছিল?
সঠিক উত্তর : ৪০৩ জন
গণপরিষদের সদস্য = ৪০৩ জন
কিন্তু হস্তলিখিত সংবিধানের সাক্ষর করেন = গণপরিষদের- ৩০৯ জন সদস্য। আর মোট সাক্ষর পরেছিল ৩৮৬ জনের।
_______________________
প্রশ্ন : হস্তলিখিত সংবিধানে কারুকাজ করেন কে?
ক. শিল্পী হাশেম খান
খ. শিল্পী জয়নুল আবেদীন
সঠিক উত্তর :
জয়নুল আবেদীন = খসড়া সংবিধানের অলঙ্করণ ও ডিজাইনার
শিল্পী হাশেম খান = চূড়ান্ত সংবিধানের কারুকাজ/অলংকরণের দায়িত্বে ছিলেন
আবদুর রাউফ = প্রথম খসড়া সনবিধানের হস্ত লিখক/মূল লেখক
(সংযুক্ত pic দেখুন)
_______________________
প্রশ্ন : সংবিধানের বাংলা ভাষারূপ পর্যালোচনার জন্য কমিটির আহবায়ক কে ছিলেন ?
সঠিক উত্তর : ড. আনিসুজ্জামান
বর্তমানে বাংলা একাডেমির সভাপতি = ড. আনিসুজ্জামানকে
_______________________
ব্রেটন উডস প্রতিষ্ঠান কয়টি ? (৩৫ লিখিত)
সঠিক উত্তর :
ব্রেটন উডস প্রতিষ্ঠান বলতে ২ টি প্রতিষ্ঠানকে বুঝায়।
১. WB (IBRD)
২. IMF

No comments:

Post a Comment