Monday, 28 December 2015

ঘূর্ণিঝড়

১. নার্গিস:
-- ফারসি ভাষার শব্দ
-- এর অর্থ ফুল
-- আঘাত হানে ২মে ২০০৮
২. সিডর( SIDR) :
-- সিডর শব্দের অর্থ চোখ।
-- এটি সিংহলি ভাষার শব্দ
-- এটি আঘাত হানে ১৫নভেম্বর ২০০৭
৩. রেশমি ( RASHMI)
-- শব্দের অর্থ কোমল,মোলায়েম
-- আঘাত হানে ২৬ অক্টোবর ২০০৮
৪. আইলা ( AILA):
-- অর্থ ডলফিন বা শুশুক
-- আঘাত হানে ২৫ মে ২০০৯
৫. ওয়ার্ড ( WARD):
-- অর্থ ফুল
-- আঘাত হানে ২০০৯ সালের ডিসেম্বরে
৬. বিজলী ( BIJLI):
-- আঘাত হানে ১৯এপ্রিল ২০০৯
৭. মহাসেন:
-- আঘাত হানে ১৬মে ২০১৩
৮. কোমেন 
অর্থ বিস্ফোরক বা বিস্ফোরণ ঘটায় এমন
নাম দিয়েছে-থাইল্যান্ড
-- আঘাত হানে ২০১৫ সালের ৩১ জুলাই

No comments:

Post a Comment