Sunday 27 December 2015

Lets Learn About Some Organizations (Updated)

World Trade Organization  (WTO):

***বিশ্ব বানিজ্য সংস্থা (WTO) কখন গঠিত হয়==১জানুযারী,১৯৯৫ সালে।
***বিশ্ব বানিজ্য সংস্থা কার্যক্রম শুরু করে===১জানুযারী,১৯৯৫
***বাংলাদেশ বিশ্ব বানিজ্য সংস্থার সদস্য হয়==১০ জানুয়ারী১৯৯৫
***বর্তমানে বিশ্ব বানিজ্য সংস্থার মোট সদস্য ===১৬৪ টি(সর্বশেষ , লাইবেরিয়া, আফগানিস্তান )
***বিশ্ব বানিজ্য সংস্তার সদর দপ্তর ===জেনেভা
***উরুগুয়ে রাউন্ড কোন বিষয়ের সাথে সম্পর্কিত===WTO
***উরুগুয়ে রাউন্ডের সংলাপ কত বৎসর ধরে চলছিল ==৮ বৎসর
***GATT কখন WTO তে রূপান্তরিত হয়==১৯৯৫ সালে।
****The former name of WTO==GATT
***GATT stand for===General agreement on Tariffs and trade

European Union (EU):

**ইউরোপীয় ইউনিয়ন(EU) সৃষ্টি হয় কত সালে ===১৯৫৭ সালের ২৫শে মার্চ EEC
***কোন চুক্তির মাধ্যমে ইইসি (EEC) প্রতিষ্ঠা হয়===রোম চুক্তি
EU launched 1 November 1993
**কোন চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠা হয়==মাসট্রিচ চুক্তি
**বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি=====ইউরোপীয় ইউনিয়ন
**উরোপীয় ইউনিয়ন(EU)এর সদর দপ্তর == ব্রাসেলস
***বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র সংখ্যা ===২৮টি
*** ইউরোপীয় ইউনিয়নের ২৮ তম সদস্য সদস্য রাষ্ট্র ===ক্রোয়েশিয়া
****ইউরোভুক্ত কতটি দেশে একক মুদ্রা চালু রয়েছে===১৯টি
***সর্বশেষ একক মুদ্রা হিসাবে ইউরো গ্রহন করে ===লিথুয়ানিয়া
****ইউরোপীয় ইউনিয়ন শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে ==== ২০১২ সালে
** ইউরো মুদ্রার জনক কে===রবার্ট মুন্ডেল
***ইউরোপিয় পার্লামেন্টের সদর দপ্তর কোথায়===ফ্রান্সের ট্রাসবার্গ
***ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর কোথায়=== জার্মানীর ফ্রাঙ্কফুটে
***কোন দেশ ন্যাটোর সদস্য কিন্তু ইউরোপীয়ান ইউনিয়নের সদস্য নয়===যুক্তরাষ্ট্র
***ইউরো মুদ্রা কখন চালু হয়==১ জানুয়ারী,১৯১৯ সাল।
***ইউরোপীয়ান ইউনিয়নের বাহিরে যে দেশ ইউরো কে একক মুদ্রা হিসাবে গ্রহন করেছে===এন্ডোরা,মোনাকো,ভ্যাটিকানসিটি,স্যানমেরিনো,কসোভো.ও মন্টিনিগো


Non-Aligned Movement (NAM):

জোট-নিরপেক্ষ আন্দোলন বা: Non-Aligned Movement (NAM): হল একটি আন্তর্জাতিক সংগঠন। ১৯৬১ সালে পুরাতন যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে জন্ম হয় জোট নিরপেক্ষ আন্দোলনের।
***ন্যামের প্রথম চেয়ারম্যান====যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটো
***NAM এর সদর দপ্তর ===নাই
***NAM এর বর্তমান সদস্য রাষ্ট্র==১২০ টি
***NAM এর সর্বশেষ সদস্য রাষ্ট্র==আজারবাইজান,ফিজি
*** ১৭তম ন্যাম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে==--কারাকাস, ভেনিজুয়েলা,২০১৫ সালে।
***বান্দুং সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল-===ইন্দোনেশিয়া(১৯৫৫)
***নক্রুমা কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন===ঘানা
***প্রথম ন্যাম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়===বেলগ্রেডে (১৯৬১)


Islamic Development Bank (IDB):

আইডিবি ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়==১৯৭৩ সালে।
***IDB এর সদর দপ্তর ===জেদ্দা.সৌদি আরব
***IDB কোন সালে প্রতিষ্ঠিত হয়===১৯৭৫ সালের ২০আগষ্ট
***IDB এর বর্তমান মহাসচিব===আহমদ মোহাম্মদ আলী আল-মাদানী(সৌদি আরব)
***IDB এর সদস্য রাষ্ট্রের সংখ্যা====৫৬টি
***IDB এর প্রতিষ্ঠাকালীন সদস্য-==২২টি
***IDB এর সর্ব শেষ সদস্য রাষ্ট্রে===নাইজেরিয়া
**IDBএর সদস্য হওয়ার যোগ্যতা===OIC এর সদস্য হতে হবে।
***OIC এর সদস্য কিন্তু IDB এর সদস্য নয়==আইভরিকোস্ট
****IDB কে দেয়া বাংলাদেশের চ*াদার হার==১০ মিলিয়ন ইসলামিক দিনার।
***ইসলামি উন্নয়ন ব্যাংক ঋণ দেয়==বিনা সুদে

আন্তর্জাতিক অর্থ তহবিল (IMF):
.
আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফ : International Monetary Fund, (IMF): জাতিসংঘ কর্তৃক অনুমোদিত স্বায়ত্তশাসিত আর্থিক প্রতিষ্ঠান।
***১৯৪৪সালের ১-২২জুলাই ব্রেটন উডস নামক স্থানে IBRD,IMFগঠনের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।
**** ১৯৪৫ সালের ২৭ শে ডিসেম্বর IMF প্রতিষ্ঠিত হয়।
*** ১৯৪৭ সালের ১ মার্চ IMF কার্যক্রম শুরূ করে।
***প্রতিষ্ঠাকালীন সময়ে ২৯টি দেশ চুক্তিতে উপনীত হয়েছিল।
***IMF এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ডি.সি.তে অবস্থিত।
***১৮৮টি রাষ্ট্র এই সংস্থার সদ্স্য।
***IMFএর মহাপরিচালক --ফান্সের ক্রিস্টিন লাগার্দ।
****বিভিন্ন দেশের মুদ্রামানের হ্রাস-বৃদ্ধি পর্যবেক্ষণ করা এর প্রধান কাজ।
***ব্রেটন উডস ইনস্টিটিউশন কোন সংস্থাকে বোঝায়==IMF
***নেতিবাচক ট্রেড ব্যালেন্স শোধরানোর জন্য যে সংস্থা ঋণ দেয়==IMF
***SDR যে প্রতিষ্ঠানের হিসা্ব একক-===IMF

Organization of Islamic Cooperation (OIC)

**OIC কোন সালে প্রতিষ্ঠিত হয়===১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর
***OIC এর প্রধান কার্যালয় ===জেদ্দা,সৌদিআরব
****OIC এর প্রথম সেক্রেটারি জেনারেল (মহসিচিব)===টেংকু আব্দুর রহমান।
***OIC এর বর্তমান মহাসচিব====-আইয়াদ বিন আমীন মাদানী(সৌদি আরব)
****OIC এর সদস্য রাষ্ট্রের সংখ্যা====৫৭টি
***OIC এর সর্ব শেষ সদস্য রাষ্ট্রে===আইভরি কোস্ট
****বাংলাদেশ OIC এর সদস্য হয়====== ২৩ ফেব্রুয়ারী ১৯৭৪সালে।
***মুসলিম প্রধান নয় কিন্তু OIC এর সদস্য===ক্যামেরুন,বেনিনি,উগান্ডা,বুরন্ডি,গায়ানা এবং সুরিনাম।
***OIC এর অঙ্গ সংস্থা গুলো====সাধারন সচিবালয়,আন্তর্জাতিক ইসলামি আদালত.ইসলামি উন্নয়ন ব্যাংক

Commonwealth of Nations (or, The Commonwealth):
.
***কমনওয়েলথ অব নেশন প্রতিষ্ঠিত হয়==১৯৪৯ সালের,২৮ এপ্রিল
***ইংরেজ দেশসমূহ থেকে স্বাধীনতাপ্রাপ্ত দেশসমূহ কমনওয়েলথের সদস্য।
***কমনওয়েলথের বর্তমান সদস্য==৫৩টি
**ব্রিটিশ শাসনাধীন ছিল না কিন্তু কমনওয়েলথের সদস্য==মোজাম্বিক ও রোয়ান্ডা
***ব্রিটিশ শাসনাধীন ছিল কিন্তু কমনওয়েলথের সদস্য নয়==মায়ানমার ও আমেরিকা
***আয়ারল্যান্ড ১৯৪৯ সালে কমনওয়েলথ ত্যাগ করে
***জিম্বাবুয়ে ৭,ডিসেম্বর ২০০৩ সালে কমনওয়েলথ ত্যাগ করে ।
***কমনওয়েলথের সর্ব শেষ সদস্য ===রুয়ান্ডা
***কমনওয়েলথের বর্তমান সদস্যপদ স্থগিত রয়েছে==ফিজির
*** আয়তনে কমনওয়েলথের বৃহত্তম দেশ ==কানাডা
*** আয়তনে কমনওয়েলথের ক্ষুদ্রতম দেশ ==নাউরু
** কমনওয়েলথের প্রধান হলেন ===ব্রিটেনের রানী
**কমনওয়েলথভুক্ত দেশসমূহের ডিপ্লোমেটিক কর্মকর্তা কে বলে ==হাইকমিশনার
***কমনওয়েলথের সিদ্ধান্ত গৃহীত হয়==সর্বসম্মতিক্রমে।
***কমনওয়েলথভুক্তি এশিয়ান দেশ ===৮টি
***কমনওয়েলথের সদর দপ্তর ===মার্লবোরো হাউজ,লন্ডন,যুক্তরাজ্য

No comments:

Post a Comment