Sunday, 1 February 2015

Questions faced in viva-voce by a person who had Foreign as 1st choice

১। কেন ফরেন ক্যাডারে আসতে চাও?
২। ফরেনে আসতে চাইলে আন্তর্জাতিক সম্পর্কে পড়লে না কেন?
৩। ফরেন ক্যাডার সম্পর্কে তোমার ধারনা কি? এখানে চাকরি করা কি ভালো না খারাপ?
৪। তুমি কিভাবে জানলে যে এটা ভালো? তুমি কি ফরেন ক্যাডারে চাকরী করেছ?
৫। একটি এম্বাসি কি কি কাজ করে?
৬ এম্বাসি'র প্রয়োজন কেন? একজন সেক্রেটারি হলেই তো হয়? এতো আয়োজনের প্রোয়োজন কি?
৭। কিছু দেশে বাংলাদেশের এম্বাসিতে এম্বাসেডর ছাড়া মাত্র একজন কাজ করে। কিভাবে এত কাজ সামলায়?
৮। টাঙ্গুয়ার হাওর কেন বিখ্যাত? টাঙ্গুয়ার হাওরকে আর কি নামে ডাকা হয়?
৯। হাওর এর পানির উৎস কি?
১০। সম্প্রতি বারাক ওবামার সফরের পর পরই পররাষ্ট্র সচিব সুজাতা সিংকে বদলানো হল। কেন, কোন সমস্যা হয়েছিল সফরের সময়?
১১। প্রটোকল কি? 
১২। প্রটোকল স্বাক্ষর করা বলতে কি বুঝ?
১৩। চুক্তি, সমঝোতা স্মারক, কনভেনশন বলতে কি বুঝ? পার্থক্য কি?
১৪। সমঝোতা স্মারকের ইংরেজি কি?
১৫ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকায় একটি দুর্ঘটনা ঘটেছিল। কি সেটা?
১৬। আমাদের উপমহাদেশে মুসলমানেরা কোন দিক থেকে ঢুকেছিল? আর্যরা ঢুকেছিল কোন দিক থেকে?
১৭। সর্বশেষ কোন বইটি পড়েছ? এর আগে কোনটি পড়েছ?

No comments:

Post a Comment