Monday, 2 February 2015

GK- ভাষা আন্দোলন & বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস

1. উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রথম সরকারি সিদ্ধান্তটি কবে গৃহীত হয়?
ক। জুন ১৯৪৫
খ। ফেব্রুয়ারি ১৯৪৬
গ। ডিসেম্বর ১৯৪৭
Ans: গ। ডিসেম্বর ১৯৪৭
2. ভাষার দাবীতে প্রথম বন্দি হন_
ক। শেখ মুজিবুর রহমান
খ। মাওলানা ভাসানী
গ। আব্দুল মতিন
Ans: ক। শেখ মুজিবুর রহমান
3. বাংলাকে আরবি হরফে প্রচলন করার উদ্যোগ নেয়__
ক। খাজা নাজিমুদ্দিন
খ। আইয়ুব খান
গ। ড. মুহাম্মদ শহিদুল্লাহ
Ans: ক। খাজা নাজিমুদ্দিন
4. ভাষা আন্দলনের জাদুঘর কোথায় অবস্থিত?
ক। সেগুন বাগিচা
খ। বর্ধমান হাউজ
গ। তেজগাঁও
Ans: খ। বর্ধমান হাউজ
5. ২১ এর প্রথম গান কোনটি?
ক। ভুলবনা, ভুলবনা ২১ শে ফেব্রুয়ারি...
খ। আমার ভাইয়ের রক্তে রাঙানো
গ। ওরা প্রাণ দিল
Ans: ক। ভুলবনা, ভুলবনা ২১ শে ফেব্রুয়ারি
6. ভবের পাড়া কবে মুজিব নগর হয়?
ক। ২ মার্চ ১৯৭১
খ। ২৬ মার্চ ১৯৭১
গ। ১৭ এপ্রিল ১৯৭১
Ans: গ। ১৭ এপ্রিল ১৯৭১
7. মুক্তিযুদ্ধের সহ সর্বাধিনায়ক ছিলেন_
ক। তাজউদ্দীন আহমেদ
খ। সৈয়দ নজরুল ইসলাম
গ। এম জি ওসমানী
Ans:  খ। সৈয়দ নজরুল ইসলাম
8. ১০ এপ্রিল গঠিত সরকার কি ধরণের ছিল_
ক। প্রধানমন্ত্রী শাসিত
খ। রাষ্ট্রপতি শাসিত
গ। কোনটিই নয়
Ans:  খ। রাষ্ট্রপতি শাসিত
9. ''আমার সোনার বাংলা'' জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি পায়__
ক। ২ মার্চ
খ। ৩ মার্চ
গ। ৭ মার্চ
Ans: খ। ৩ মার্চ
10. মুক্তিযুদ্ধে অবদানের জন্য জীবিত বীরদের সর্বোচ্চ খেতাব__
ক। বীরশ্রেষ্ঠ
খ। বীরউত্তম
গ। বীর প্রতীক
Ans:  খ। বীরউত্তম
11. ভারতে বাংলাদেশীদের জন্য স্থাপিত শরণার্থী শিবিরের সংখ্যা_
ক। ১৪১
খ। ১৫০
গ। ১৫৯
Ans: ক। ১৪১
12. মেজর সি আর দত্ত কত নাম্বার সেক্টরের সেক্টর কম্যান্ডার ছিলেন?
ক। ২ নং
খ। ৩ নং
গ। ৪ নং
Ans: গ। ৪ নং 
13. ১৯৭১ সালে তেলিয়াপাড়া দলিলে যে রণকৌশল অবলম্বন করা হয় সেটির প্রনেতা__
ক। মুক্তি বাহিনী
খ। ভারতীয় সেনা
গ। ইন্দো- বাংলা যৌথ বাহিনী
Ans: ক। মুক্তি বাহিনী
14 আগরতলা মামলা প্রত্যাহার করা হয়__
ক। ১৯৬৮ সালে
খ। ১৯৬৯ সালে
গ। ১৯৭১ সালে
Ans: খ। ১৯৬৯ সালে
15. জল্লাদের দরবার পাঠ করেন__
ক। চৌধুরী বেলাল আহমেদ
খ। এম আর আখতার মুকুল
গ। আবদুল গাফফার চৌধুরী
Ans: খ। এম আর আখতার মুকুল

No comments:

Post a Comment