Monday, 28 December 2015

ঘূর্ণিঝড়

১. নার্গিস:
-- ফারসি ভাষার শব্দ
-- এর অর্থ ফুল
-- আঘাত হানে ২মে ২০০৮
২. সিডর( SIDR) :
-- সিডর শব্দের অর্থ চোখ।
-- এটি সিংহলি ভাষার শব্দ
-- এটি আঘাত হানে ১৫নভেম্বর ২০০৭
৩. রেশমি ( RASHMI)
-- শব্দের অর্থ কোমল,মোলায়েম
-- আঘাত হানে ২৬ অক্টোবর ২০০৮
৪. আইলা ( AILA):
-- অর্থ ডলফিন বা শুশুক
-- আঘাত হানে ২৫ মে ২০০৯
৫. ওয়ার্ড ( WARD):
-- অর্থ ফুল
-- আঘাত হানে ২০০৯ সালের ডিসেম্বরে
৬. বিজলী ( BIJLI):
-- আঘাত হানে ১৯এপ্রিল ২০০৯
৭. মহাসেন:
-- আঘাত হানে ১৬মে ২০১৩
৮. কোমেন 
অর্থ বিস্ফোরক বা বিস্ফোরণ ঘটায় এমন
নাম দিয়েছে-থাইল্যান্ড
-- আঘাত হানে ২০১৫ সালের ৩১ জুলাই

Sunday, 27 December 2015

Lets Learn About Some Organizations (Updated)

World Trade Organization  (WTO):

***বিশ্ব বানিজ্য সংস্থা (WTO) কখন গঠিত হয়==১জানুযারী,১৯৯৫ সালে।
***বিশ্ব বানিজ্য সংস্থা কার্যক্রম শুরু করে===১জানুযারী,১৯৯৫
***বাংলাদেশ বিশ্ব বানিজ্য সংস্থার সদস্য হয়==১০ জানুয়ারী১৯৯৫
***বর্তমানে বিশ্ব বানিজ্য সংস্থার মোট সদস্য ===১৬৪ টি(সর্বশেষ , লাইবেরিয়া, আফগানিস্তান )
***বিশ্ব বানিজ্য সংস্তার সদর দপ্তর ===জেনেভা
***উরুগুয়ে রাউন্ড কোন বিষয়ের সাথে সম্পর্কিত===WTO
***উরুগুয়ে রাউন্ডের সংলাপ কত বৎসর ধরে চলছিল ==৮ বৎসর
***GATT কখন WTO তে রূপান্তরিত হয়==১৯৯৫ সালে।
****The former name of WTO==GATT
***GATT stand for===General agreement on Tariffs and trade

European Union (EU):

**ইউরোপীয় ইউনিয়ন(EU) সৃষ্টি হয় কত সালে ===১৯৫৭ সালের ২৫শে মার্চ EEC
***কোন চুক্তির মাধ্যমে ইইসি (EEC) প্রতিষ্ঠা হয়===রোম চুক্তি
EU launched 1 November 1993
**কোন চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠা হয়==মাসট্রিচ চুক্তি
**বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি=====ইউরোপীয় ইউনিয়ন
**উরোপীয় ইউনিয়ন(EU)এর সদর দপ্তর == ব্রাসেলস
***বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র সংখ্যা ===২৮টি
*** ইউরোপীয় ইউনিয়নের ২৮ তম সদস্য সদস্য রাষ্ট্র ===ক্রোয়েশিয়া
****ইউরোভুক্ত কতটি দেশে একক মুদ্রা চালু রয়েছে===১৯টি
***সর্বশেষ একক মুদ্রা হিসাবে ইউরো গ্রহন করে ===লিথুয়ানিয়া
****ইউরোপীয় ইউনিয়ন শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে ==== ২০১২ সালে
** ইউরো মুদ্রার জনক কে===রবার্ট মুন্ডেল
***ইউরোপিয় পার্লামেন্টের সদর দপ্তর কোথায়===ফ্রান্সের ট্রাসবার্গ
***ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর কোথায়=== জার্মানীর ফ্রাঙ্কফুটে
***কোন দেশ ন্যাটোর সদস্য কিন্তু ইউরোপীয়ান ইউনিয়নের সদস্য নয়===যুক্তরাষ্ট্র
***ইউরো মুদ্রা কখন চালু হয়==১ জানুয়ারী,১৯১৯ সাল।
***ইউরোপীয়ান ইউনিয়নের বাহিরে যে দেশ ইউরো কে একক মুদ্রা হিসাবে গ্রহন করেছে===এন্ডোরা,মোনাকো,ভ্যাটিকানসিটি,স্যানমেরিনো,কসোভো.ও মন্টিনিগো


Non-Aligned Movement (NAM):

জোট-নিরপেক্ষ আন্দোলন বা: Non-Aligned Movement (NAM): হল একটি আন্তর্জাতিক সংগঠন। ১৯৬১ সালে পুরাতন যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে জন্ম হয় জোট নিরপেক্ষ আন্দোলনের।
***ন্যামের প্রথম চেয়ারম্যান====যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটো
***NAM এর সদর দপ্তর ===নাই
***NAM এর বর্তমান সদস্য রাষ্ট্র==১২০ টি
***NAM এর সর্বশেষ সদস্য রাষ্ট্র==আজারবাইজান,ফিজি
*** ১৭তম ন্যাম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে==--কারাকাস, ভেনিজুয়েলা,২০১৫ সালে।
***বান্দুং সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল-===ইন্দোনেশিয়া(১৯৫৫)
***নক্রুমা কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন===ঘানা
***প্রথম ন্যাম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়===বেলগ্রেডে (১৯৬১)


Islamic Development Bank (IDB):

আইডিবি ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়==১৯৭৩ সালে।
***IDB এর সদর দপ্তর ===জেদ্দা.সৌদি আরব
***IDB কোন সালে প্রতিষ্ঠিত হয়===১৯৭৫ সালের ২০আগষ্ট
***IDB এর বর্তমান মহাসচিব===আহমদ মোহাম্মদ আলী আল-মাদানী(সৌদি আরব)
***IDB এর সদস্য রাষ্ট্রের সংখ্যা====৫৬টি
***IDB এর প্রতিষ্ঠাকালীন সদস্য-==২২টি
***IDB এর সর্ব শেষ সদস্য রাষ্ট্রে===নাইজেরিয়া
**IDBএর সদস্য হওয়ার যোগ্যতা===OIC এর সদস্য হতে হবে।
***OIC এর সদস্য কিন্তু IDB এর সদস্য নয়==আইভরিকোস্ট
****IDB কে দেয়া বাংলাদেশের চ*াদার হার==১০ মিলিয়ন ইসলামিক দিনার।
***ইসলামি উন্নয়ন ব্যাংক ঋণ দেয়==বিনা সুদে

আন্তর্জাতিক অর্থ তহবিল (IMF):
.
আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফ : International Monetary Fund, (IMF): জাতিসংঘ কর্তৃক অনুমোদিত স্বায়ত্তশাসিত আর্থিক প্রতিষ্ঠান।
***১৯৪৪সালের ১-২২জুলাই ব্রেটন উডস নামক স্থানে IBRD,IMFগঠনের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।
**** ১৯৪৫ সালের ২৭ শে ডিসেম্বর IMF প্রতিষ্ঠিত হয়।
*** ১৯৪৭ সালের ১ মার্চ IMF কার্যক্রম শুরূ করে।
***প্রতিষ্ঠাকালীন সময়ে ২৯টি দেশ চুক্তিতে উপনীত হয়েছিল।
***IMF এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ডি.সি.তে অবস্থিত।
***১৮৮টি রাষ্ট্র এই সংস্থার সদ্স্য।
***IMFএর মহাপরিচালক --ফান্সের ক্রিস্টিন লাগার্দ।
****বিভিন্ন দেশের মুদ্রামানের হ্রাস-বৃদ্ধি পর্যবেক্ষণ করা এর প্রধান কাজ।
***ব্রেটন উডস ইনস্টিটিউশন কোন সংস্থাকে বোঝায়==IMF
***নেতিবাচক ট্রেড ব্যালেন্স শোধরানোর জন্য যে সংস্থা ঋণ দেয়==IMF
***SDR যে প্রতিষ্ঠানের হিসা্ব একক-===IMF

Organization of Islamic Cooperation (OIC)

**OIC কোন সালে প্রতিষ্ঠিত হয়===১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর
***OIC এর প্রধান কার্যালয় ===জেদ্দা,সৌদিআরব
****OIC এর প্রথম সেক্রেটারি জেনারেল (মহসিচিব)===টেংকু আব্দুর রহমান।
***OIC এর বর্তমান মহাসচিব====-আইয়াদ বিন আমীন মাদানী(সৌদি আরব)
****OIC এর সদস্য রাষ্ট্রের সংখ্যা====৫৭টি
***OIC এর সর্ব শেষ সদস্য রাষ্ট্রে===আইভরি কোস্ট
****বাংলাদেশ OIC এর সদস্য হয়====== ২৩ ফেব্রুয়ারী ১৯৭৪সালে।
***মুসলিম প্রধান নয় কিন্তু OIC এর সদস্য===ক্যামেরুন,বেনিনি,উগান্ডা,বুরন্ডি,গায়ানা এবং সুরিনাম।
***OIC এর অঙ্গ সংস্থা গুলো====সাধারন সচিবালয়,আন্তর্জাতিক ইসলামি আদালত.ইসলামি উন্নয়ন ব্যাংক

Commonwealth of Nations (or, The Commonwealth):
.
***কমনওয়েলথ অব নেশন প্রতিষ্ঠিত হয়==১৯৪৯ সালের,২৮ এপ্রিল
***ইংরেজ দেশসমূহ থেকে স্বাধীনতাপ্রাপ্ত দেশসমূহ কমনওয়েলথের সদস্য।
***কমনওয়েলথের বর্তমান সদস্য==৫৩টি
**ব্রিটিশ শাসনাধীন ছিল না কিন্তু কমনওয়েলথের সদস্য==মোজাম্বিক ও রোয়ান্ডা
***ব্রিটিশ শাসনাধীন ছিল কিন্তু কমনওয়েলথের সদস্য নয়==মায়ানমার ও আমেরিকা
***আয়ারল্যান্ড ১৯৪৯ সালে কমনওয়েলথ ত্যাগ করে
***জিম্বাবুয়ে ৭,ডিসেম্বর ২০০৩ সালে কমনওয়েলথ ত্যাগ করে ।
***কমনওয়েলথের সর্ব শেষ সদস্য ===রুয়ান্ডা
***কমনওয়েলথের বর্তমান সদস্যপদ স্থগিত রয়েছে==ফিজির
*** আয়তনে কমনওয়েলথের বৃহত্তম দেশ ==কানাডা
*** আয়তনে কমনওয়েলথের ক্ষুদ্রতম দেশ ==নাউরু
** কমনওয়েলথের প্রধান হলেন ===ব্রিটেনের রানী
**কমনওয়েলথভুক্ত দেশসমূহের ডিপ্লোমেটিক কর্মকর্তা কে বলে ==হাইকমিশনার
***কমনওয়েলথের সিদ্ধান্ত গৃহীত হয়==সর্বসম্মতিক্রমে।
***কমনওয়েলথভুক্তি এশিয়ান দেশ ===৮টি
***কমনওয়েলথের সদর দপ্তর ===মার্লবোরো হাউজ,লন্ডন,যুক্তরাজ্য

Which Square Where?

Independent square = Kiev ( Ukraine )
Democracy square = Cambodia 
Red square = Moscow ( Russia ) 
Tahrir square = Cairo ( Egypt )
Trafalgar square = London
University square = Yemen 
Manama square = Manama ( Bahrain )
Tienanmen square = Beijing 
Bangladesh square = Liberia 
Taksim square = Turkey 
Green square = Tripoli
Blah Blah Azadi square = Tehran ( Iran ) 
Russel Square = Dhaka

Monday, 14 December 2015

PDF BOOKS for BCS and Guideline

২. দর্পন: (Not Yet Found)
৩. ৯ম - দশম শ্রেণির ব্যাকরণ বোর্ড বই:
http://www.mediafire.com/?nmokshhn71krrsz
অথবা,
http://www22.zippyshare.com/v/UfF1aA0w/file.html
৪. যেকোন একটি কোচিং এর শীট/গাইড:
2. কোন কোচিং এর শীট/গাইড:
আমার সংক্ষিপ্ত সাহিত্য: http://www.mediafire.com/…/Bangla+LIterature+by+Dream-Catch…
PC users: http://www.mediafire.com/…/Bangla+Literature+by+Dream-Catch…
ওরাকল থেকে প্রাচীন ও মধ্যযুগ:http://www.mediafire.com/…/Bangla+Literature+Oracle-Part+1.…
এমপি৩ থেকে আধুনিক যুগ:
http://www.mediafire.com/?71ggtj1t17w58iv
কনফিডেন্স এর সাহিত্য:
Confidence: http://www.pdf-archive.com/2015/09/12/bcs-bangla-literature/
Bangla Sahitya (System Shortcut technique):
http://www.mediafire.com/…/2rvidc6…/Bangla+Bidyar+System.zip

English for Competitive Exam- Part 1: (সাইজ প্রায় ৫ এমবি)
http://www.mediafire.com/…/Engilsh+For+Competitive+Exam+P-1…
English for COmpetitive exam part-2:(প্রায় ৫ এমবি)
http://www.mediafire.com/…/Eng+for+Competitive+exam+part-2_…
সাহিত্য:
1 ABC of English Literature:
http://www.mediafire.com/view/kfp2id41r08hp38/abc_of_EL.pdf
@ফয়সল ভাইয়ের ইংলিশ লিটারেচার :
https://mobile.facebook.com/groups/407793199316657…
2. কোন কোচিং এর শীট/গাইড বই:
Oracle 1-11: http://www.mediafire.com/…/Oracle_English_Lecture-%281-4%29…

‪#‎বাংলাদেশ_বিষয়াবলি‬:
================
1. পৌরনীতি ও নাগরিকতা (৯ম - ১০ম শ্রেণি: http://www.mediafire.com/…/9-10-16_civicscitizenship-bangla…
2. বাংলাদেশ ও বিশ্ব পরিচয়:
3. বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : http://www.mediafire.com/…/w0…/9-10-28_history-of-bd-eng.pdf
4. উচ্চ মাধ্যমিক পৌরনীতি- ১ম ও ২য় পত্র (মোজাম্মেল হক):
5. কোন শীট বা গাইড:
Oracle BA 1-4: http://www.mediafire.com/…/Oracle-Bangla+Literature+Lec+1-4…

‪#‎আন্তর্জাতিক_বিষয়াবলি‬:
==================
আন্তর্জাতিক সংগঠন, সম্পর্ক লেটেস্ট এডিশন (মো: আব্দুল হাই): http://www.mediafire.com/?eglbn5ik6q2ovn8
,: নিয়মিত পত্রিকা ও সংবাদ+
কোচিং এর শীট/গাইড:
Oracle 1-2: http://www.mediafire.com/…/6l94nq70h33r490/Oracle+IA+1-2.pdf
সিস্টেম শর্টকাট টেকনিক (বাংলাদেশ ও আন্তর্জাতিক)
http://www.mediafire.com/dow…/se3yau5hlua9dba/Bangladesh.zip
পুরো বই না পড়তে চাইলে সামাদ ভাইয়ের এই ফাইলটি পড়ুন :
http://www.mediafire.com/?zq8r0dr7oqi11x1
ভূগোল বিষয়ে ১০০০ এমসিকিউ:
http://www.mediafire.com/?boi0a7b75cgaw91
নবম/দশম শ্রেণীর বা এসএসসি বোর্ড বই “মাধ্যমিক ভূগোল ও পরিবেশ ” পুরাতন + নতুন ভার্সন .
BCS Preparation (Preli, Written, Viva) + Library
সাইজঃ ২০ এমবি
মোট বই সংখ্যাঃ ২ টি
ডাউনলোড লিংকঃ
http://www.mediafire.com/?927ja47lu9av44i
আন্তর্জাতিক, ভূগোল ও পরিবেশ এবং সুশাসন বিষয়ে কনফিডেন্স এর একটি সাজেশান:
http://www.mediafire.com/…/36+Preli+Suggestions+Confidence+…

‪#‎সাধারণ_বিজ্ঞান‬:
=================
৯ম-ম শ্রেণির বিজ্ঞান+ http://www.mediafire.com/…/Secondary+General+Science%282%29…
৯ম-১০ম ও একাদশ-দ্বাদশ শ্রেণির পদার্থ, রসায়ন, জীব:
নবম-দশম জীববিজ্ঞান:
http://www.mediafire.com/…/bhbwgkp…/9-10-08_biology-beng.pdf
নবম-দশম পদার্থ:
Size besi tai abar upload korte icche korche na, Google korle paben smile emoticon
দ্বাদশ রসায়ন(সুভাষ চন্দ্র):
http://www.mediafire.com/?7l47vzdi8wsb02m
দ্বাদশ পদার্থ: (শাহজাহান তপন)
http://www.mediafire.com/?63kai25b5s53lr7

‪#‎কম্পিউটার_ও_তথ্য_প্রযুক্তি‬:
====================
1. Easy computer:
নতুন ভার্সন:
Easy Computer এর পূর্বে শেয়ার করা ফাইলটি পড়তে সমস্যা হত..তাই নতুন করে অক্টোবর,২০১৫ এডিশনটি পূনরায় শেয়ার করছি: [এটি ৩টি পার্ট এ শেয়ার করছি. সবগুলো কমপ্রেসড করা, আনকমপ্রসেড ভার্সন শেয়ার করব দেশে ফিরেই.. wink emoticon ]
Part-1: (Size 9mb): http://www.mediafire.com/…/Easy+Computer+Dream-Catcher+Moza…
BCS Preparation (Preli, Written, Viva) + Library
Part-3: (Size 5 mb): http://www.mediafire.com/…/Easy+Computer+Dream-Catcher+Moza…
পুরনো ভার্সন Easy Computer:
http://www.mediafire.com/…/r7nnio2hbltde9b/Easy+Computer.pdf
2. এইচ এস সি'র তথ্য ও যোগাযোগ প্রযুক্তি:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- প্রকৌশলী মজিবুর রহমান
----------------------------------------------------------------------
ডাউনলোড লিংকঃ
http://www21.zippyshare.com/v/cuRrjJQr/file.html
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- গোবিন্দ চন্দ্র রায় ও সামসুজ্জামান
-----------------------------------------------------------------------
ডাউনলোড লিংকঃ
http://www28.zippyshare.com/v/HMo46sLx/file.html
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- ক্যামব্রিয়ান (এটি সবচেয়ে কম এমবি.. ৫ এমবি এবং ক্লিয়ার বইটি ভাল)
http://www.mediafire.com/…/Information-Technology-Book-2013…
3. কোন গাইড/ শীট:
BCS Preparation (Preli, Written, Viva) + Library

৯ম শ্রেণির গণিত:
http://www.mediafire.com/…/py4…/9-10-33_mathematics-bang.pdf
এইচএসসি'র উচ্চতর গণিত:
(সিলেবাস রিলেটেড অধ্যায়)
http://www.mediafire.com/…/wnocf5q3que32r8/Math+by+Dream.zip
শর্টকাট ম্যাথ বাই আরিফুর রহমান: http://www.mediafire.com/?u2xw320a9s35c0h
শর্টকাট ম্যাথ তানভীর ভাই- পাটিগণিত:
http://www.mediafire.com/…/MATH-ShortCut+Arithmetic+Techniq…
শর্টকাট ম্যাথ তানভীর ভাই- বীজগণিত:
http://www.mediafire.com/…/MATH-Algebra+Short+Techniques+An…
শর্টকাট ম্যাথ তানভীর ভাই- জ্যামিতি:
http://www.mediafire.com/…/MATH-Geometry+Short+Techniques+A…

#‎মানসিক_দক্ষতা‬:
=======================
রিটেন এর যেকোন বই:
‪#‎ওরাকল‬ মানসিক দক্ষতা (Written): http://www.mediafire.com/…/y3la2fzuk369cqf/35+BCS+Oracle+Me…
+কোন কোচিং এর শীট/গাইড:
মানসিক দক্ষতার ৫০ সেট প্রশ্ন:http://www.mediafire.com/…/50+Set+Model+Test+of+Math%2BMent…

৩৬তম প্রিলির জন্য প্রকাশিত এসিওরেন্স এর এই বইতে মোট ১০টি মডেল টেস্ট আছে। তার মধ্য থেকে ৫টি দিলাম (মোট ১,০০০ প্রশ্ন) উত্তরসহ... [with non-commercial purpose]
http://www.mediafire.com/…/Assurrance+Model+test+1-5+by+Dre…
বিভিন্ন বিষয়ে সামাদ ভাইয়ের লিংক:
@[UzpfSTEwMDAwMTYzNjA4Nzg0ODpWSzo4OTU0MDY5NTM4ODg2MTA=:@[UzpfSTEwMDAwMTYzNjA4Nzg0ODpWSzo4OTU0MDY5NTM4ODg2MTA=:https://mobile.facebook.com/groups/407793199316657?view=permalink&id=895406953888610&refid=18&_ft_=qid.6226939098115929701%3Amf_story_key.895406953888610%3Atl_objid.895406953888610&__tn__=%2As&_rdr]]
ফাইল ওপেন জাতীয় সকল সমস্যার সমাধান
---------------------------------------------
এন্ড্রোয়েড মোবাইল জিপ ফাইল ওপেন করতে
অথবা,
কম্পিউটারে জিপ ও রার ফাইল ওপেন করতে এই সফটওয়্যার ইন্সটল করুন
---------------------------------------------------------------------------
zip & rar file extract 5.0 beta 6 (x64) .exe
http://www46.zippyshare.com/v/59677769/file.html
zip & rar file extract 5.0 beta 6 (x86) 32 .exe
http://www71.zippyshare.com/v/95337306/file.html
Follow me for latest updates:
https://www.facebook.com/mojahid.zihad
বোর্ড বইগুলোর ফন্ট সমস্যা হলে: (PC te fontgolo install koron)
http://www.mediafire.com/…/Complete+Bangla+font+pack+by+hit…
মোবাইলে ফন্ট সমস্যা হলে এই অ্যাপটি ইনস্টল করুন;
http://www42.zippyshare.com/v/16900280/file.html




Monday, 12 October 2015

Nobel Prize 2015




Nobel Prize 2015 in Physiology/Medicine

William C. Cambell (Ireland)
Satoshi Omura (Japan)
Youyou Tu (China) [First Chinese to receive Nobel Prize in Medicine/Physiology]
Announced: Oct 5, 2015



Nobel Prize 2015 in Physics
Arthur B. McDonald (Canada)
Takaaki Kajita (Japan)
Announced: Oct 6, 2015.



Nobel Prize 2015 in Chemistry

Tomas Lindahl (Sweden)
Aziz Sancar (Turkey)
Paul Modrich (USA)

Announced: Oct 07, 2015



Nobel Prize 2015 in Literature
Svetlana Alexievich (Born in Ukraine, Nationality: Belarus)
She is a journalist in profession. Some of her notable works are--- Voices from Chernobyl, Zinky boys, War's Unwomanly Face
Announced: OCT 8, 2015.


Nobel Prize 2015 in Peace

National Dialogue Quartet (An Organization of Tunisia)
For "its decisive contribution to the building of a pluralistic democracy in Tunisia in the wake of the Jasmine Revolution of 2011".
Read about Jasmine Revolution or Tunisian Revolution:https://en.wikipedia.org/wiki/Tunisian_Revolution
Announced: Oct 9, 2015.



Nobel Prize 2015 in Economics
Angus Deaton (England)
For his "analysis of consumption, poverty, and welfare".

Announced: Oct 12, 2015

Monday, 22 June 2015

BCS Cadre Porichiti By Sujan Debnath

পররাষ্ট্রঃ এটাতে আমি চাকরি করি, তাই ঢাক পিটানো হয়ে যাবে কিনা ভাবছি। যাই হোক, ফরেনে চাকরি হলে আপনি সেগুন বাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিবেন। শুধু বাসা থেকে অফিসে আসা আর ৫টায় অফিস থেকে বের হতে পারলে বাসায় ফেরা এ দুই সময় অফিসের মাইক্রো পাবেন। দুই বছর পূর্ণ হলে আপনি বিদেশে দূতাবাসে পোস্টিংয়ের জন্য উপযুক্ত বলে ধরা হয়। তবে পোস্টিং হতে ৩ বছরের মত লাগে। কেউ কেউ নিজেই দেরী করে বিদেশে পোস্টিং নেয়। এক্ষেত্রে আমার ব্যাচের অভিজ্ঞতা এরকম – অফিসার ১৩ জন। এর মধ্যে ২ জন যোগদানের দুই বছর পরেই পোস্টিংয়ে চলে গেছে। ৪ জন ডেপুটেশানে বিদেশে পড়ছে (১ জন যুক্তরাষ্ট্রে, ৩ জন অস্ট্রেলিয়ায়)। তিন বছরের কাছাকাছি সময়ে আরো ৪ জন পোস্টিংয়ে গেছে। বাকি ৩ জন নিজেরা পোস্টিংয়ে যায়নি, তাঁদের সুযোগ এসেছিল। বিদেশে পোস্টিং হলে ফরেন ভাতা পাবেন। যা পাওয়া যায়, তাতে বিদেশে বিলাসিতা করা যায়না, সংসার চলে। পদোন্নতির সাথে সাথে এলাউন্স বাড়বে। পোস্টিংয়ে থাকা কালে মোটা দাগে বললে বাসা ভাড়া, ২ জন ছেলেমেয়ের পড়াশুনার খরচ, পরিবারের চিকিৎসার ৯০% খরচ সরকার বহন করে। পোস্টিংয়ে থাকা অবস্থায় যে কোন দেশের ডিপ্লোমেটরা ট্যাক্স ফ্রি গাড়ি কিনতে পারে। তবে গাড়ি দেশে আনতে হলে ট্যাক্স দিতে হবে। অফিসার অল্প, তাই কাজের অনেক চাপ। আবার চাকরিই যেহেতু ফরেনে, তাই অনেক বিদেশে ঘুরতে পারবেন। পোস্টিংয়ের আগেও ট্রেনিং, কনফারেন্স ইত্যাদিতে বিদেশে যাবার সুযোগ আসবে অনেকের। তবে পরিবার ফেলে দীর্ঘদিন বিদেশে থাকা কষ্টকরও বটে। আবার এক দেশে পোস্টিং ৩ বছরের জন্য, এরপর অন্য দেশে ৩ বছর, পরের ৩ বছর ঢাকায়। এটা জেনারেল পোস্টিং প্যাটার্ন। তাই এই ঘন ঘন চেঞ্জ নিজের এবং ছেলেমেয়ের জন্য ঝামেলার। অন্যদিকে ফরেনে অফিসার অল্প বলে পদোন্নতির সুযোগ অন্য চাকরি থেকে ভাল। আমি নিজেই দেখেছি যে, একই বিসিএসের ফরেনের অফিসার জয়েন সেক্রেটারি আর অন্য ক্যাডারের অফিসার সিনিয়র এসিট্যান্ট সেক্রেটারি ছিল। এতদিন এটা প্রচলিত ছিল যে - ফরেনে জয়েন করলে সে Ambassador হয়ই। ভবিষ্যতে কি হবে জানি না। তবে এখন পর্যন্ত প্রায় প্রতিটি অফিসারই সময় হলে Ambassador হয়েছে। রাষ্ট্রদূত দেশকে প্রতিনিধিত্ব করে, তাই সম্মান মনে হয় একটু পাবেন। বেশ হোমরা-চোমরা লোকজনের সাথে মাঝেই দেখা বা মিটিং সিটিং হবে। তবে দেশে রাস্তাঘাটে আপনাকে কেউ চিনবে না।

এডমিনঃ ১ম কথা হল, ৯০% সচিব এডমিন থেকে হয়। শুধু পররাষ্ট্র সচিব ছাড়া সকল সচিবই এডমিন থেকে নিয়োগের ইতিহাস আছে। বর্তমানে কয়েকজন মাত্র সচিব অন্য ক্যাডারের। তাই যারা ভবিষ্যতে সর্বোচ্চ পর্যায়ে উঠতে চান তাঁদের জন্য এডমিনই ভাল চয়েস। প্রথমে একটি ডিসি অফিসে কাজ করতে হবে সহকারী কমিশনার হিসেবে। ২/৩ বছর সময়ে সহকারী কমিশনার (ভূমি) বা AC(Land) এর দায়িত্ব পাবেন। এরপর ইউএনও,এডিসি, ডিসি। পাশাপাশি মন্ত্রণালয়েও সহকারী সচিব, উপসচিব... হিসেবে অনেকে কর্মরত থাকেন। দেশের বিভিন্ন প্রান্তে পোস্টিং হয়। তাই এডভেঞ্চার আছে, এটা এনজয় করতে পারলে ভাল লাগবে। মানুষের সাথে সরাসরি কাজ। তাই সত্যি যদি আপনার ইচ্ছা থাকে, মানুষের জন্য কাজ করবেন - সে সুযোগ এখানে আছে। জুডিশিয়াল সার্ভিস আলাদা হওয়ার পরে এডমিন ক্যাডার নিয়ে অনেক নেগেটিভ কথা শুনা গেছে। বিশেষত আমরা যখন জয়েন করি, তখনই বিষয়টা শুরু হইছিল। তাই অনেকের মাঝে হা-হুতাশ ছিল। এখন কিন্তু সেটা শুনা যায় না তেমন। তখন ভাবা হচ্ছিল মেজিস্ট্রেসি বলতে কিছুই আর এডমিন অফিসারদের থাকবে না। আসলে তো তা নয়। যে কোন দেশেই শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এডমিন অফিসারদের বিকল্প নেই। একজন নন-আর্মড অফিসার অর্ডার করবে, আর আর্মড-পার্সনরা সেটা পালন করবে। এটাই যে কোন সভ্য দেশের নিয়ম। তাই এখন সরকারের প্রয়োজনে সহকারী কমিশনারগণ নিয়মিতই ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালন করেন। মোবাইল কোর্টসহ অনেক দায়িত্বই আপনি পাবেন। এরপর পদোন্নতি ভীষণ স্লো - এমন কথা এডমিনের নামে শুনা যায়। কথাটা কিছুটা সত্য। তবে আপনারা যারা এখন জয়েন করবেন, তাঁদের জন্য ভাল খবর হচ্ছে - ২০১৯ সালের দিকে অনেক বড় ব্যাচ রিটায়ার করবে। তখন প্রোমোশন দ্রুত হবে বলে মনে হয়।
. তথ্যঃ তথ্য ক্যাডারের অফিসারদের কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গায় কাজের সুযোগ আসতে পারে। মন্ত্রণালয়ে মাননীয় মন্ত্রীগণের Public Relations officer (PRO), বিদেশে কয়েকটা দূতাবাসে তথ্য কর্মকর্তা, এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর ও মহামান্য রাষ্ট্রপতির অফিসেও তথ্য কর্মকর্তা হতে পারেন। তবে এগুলো সাধারণত স্বল্পকালীন হয়।

পুলিশঃ পুলিশকে সবার প্রয়োজন। তাই সরকারী চাকরি করে পরিচিতজনের কাছে কেন্দ্রবিন্দু হবার সৌভাগ্য এখন পুলিশেরই সবচেয়ে বেশী। যে যাই বলুক, আপনার মোবাইল নাম্বারটা সবার আকাঙ্ক্ষিত হবেই। আর এই আকাঙ্ক্ষা পূরণ করাও পুলিশ ক্যাডারদের পক্ষে সম্ভব। কাউকে সরাসরি বিপদ থেকে রক্ষা বা আইনি সহায়তা তাঁদের হাতেই। তাই যারা মানুষকে সরাসরি সাহায্য করতে চান, তাঁদের জন্য পুলিশ হওয়াই আমাদের দেশে সবচেয়ে উপযোগী। আর এই সৌভাগ্যের সাথে ঝুঁকির কথাও একটু মাথায় রাখুন। রাজনৈতিক সমস্যা থেকে শুরু করে আইনগত সকল সমস্যা পালনের জন্য ঝুঁকি নেবার সাহসটুকু থাকতে হবে। আর ফিল্ড লেভেলে কাজ করতে নেতা-কর্মীদের ম্যানেজ করে দায়িত্ব পালনের বিষয়টাও আছে। ট্রেনিং শেষে পোস্টিং হলে এএসপিকে সরকারী গাড়ি দেয়া হয় দায়িত্ব পালনের জন্য, যেটা আর মাত্র দু-একটা ক্যাডারে আছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পুলিশ অফিসারদের অনেকেই সুযোগ পায়। এতে বেশ ভাল আর্থিক সুবিধা পাওয়া যায়, সাথে একটু ঝুঁকি তো আছেই। আবার উপরের লেভেলে পোস্ট কম। তাই উপরে পদোন্নতি একটু স্লো, তবে আমাদের দেশে এসপিই অনেক বড় কিছু, আর তাঁর উপরেরগুলোতো আছেই। মাঝে মাঝে আপনার ব্যক্তিগত কোন দোষ না থাকলেও সাংবাদিক, বুদ্ধিজীবীদের গালি সরাসরি শুনতে হতে পারে। তবে সেটা আপনার আড়ালে, সামনে পড়লে মোবাইল নাম্বারই নিয়ে নেবে। পুলিশের এএসপিদের অধীনে কনস্টেবল থেকে শুরু করে অনেক পুলিশ সদস্য থাকে, তাই দেশের যেখানেই যাবেন, লজিস্টিক সাপোর্ট থাকবে। . অডিটঃ এবার দেখলাম ১৫ টা পোস্ট। অডিটে সব সময়ই অল্প ক’টা পোস্ট থাকে। এবার তুলনামূলক বেশি। আর যেহেতু পোস্ট অল্প, তাই পদোন্নতি দ্রুত। মোটামুটি বিভাগীয় শহরগুলিতেই পোস্টিং। অডিট হচ্ছে অন্যের ভুল, অনিয়ম এসব ধরা। তাই যে অফিসেই অডিট করবেন, বেশ সম্মানই পাবেন। . ট্যাক্সঃ ৩৬-তম বিসিএসের সার্কুলারে ট্যাক্সে ৪৩টা পোস্ট। সরকারের রেভিনিউ জোগানের কাজটা এরা করেন। তাই সরকার এদের উপর অনেক বেশি নির্ভরশীল। আমার-আপনার বেতনের যোগানের কাজটা এদের মাধ্যমে হয়। প্রমোশান ভালো, পোস্টিং মোটামুটি শহরকেন্দ্রিক, ভালো কাজের জন্য আর্থিক reward আছে। পুলিশের মতই বেহুদা গালি শুনতে হতে পারে মাঝে মাঝে। ট্যাক্সের ব্যাপারগুলো একটু টেকনিক্যাল টাইপের, তাই ট্যাক্স ক্যাডার হলে অনেকেই এ বিষয়ে সহায়তা করতে পারবেন। কাস্টমসঃ ৩৬-তম বিসিএসের সার্কুলারে এই ক্যাডারে কোন পদ নেই। এটা আপনাদের জন্য দুর্ভাগ্যেরই বিষয়। আগে এত অফিসার নিয়ে নিয়েছে, এখন আর খালি নেই। তাই এখানে এগুলো নিয়ে কিছু বললাম না। . ইকনমিকঃ সচিবালয়ে বা পরিকল্পনা কমিশনে অফিস। তাই ঢাকায় পোস্টিং। ইকোনোমিক ক্যাডারের অফিসারগণ প্লানিংয়ের কাজ করেন। তাই যারা রিসার্চ রিলেটেক কাজে ইচ্ছুক, তাঁদের জন্য এটা ভাল চয়েস। হয়তো রিসার্চমুখী বলেই ইকনমিক ক্যাডারের অফিসারদের একটা বড় অংশ বিদেশে ডেপুটেশান বা শিক্ষাছুটিতে পড়াশুনা করে। আবার অনেকদিন ধরেই ইকনমিক ক্যাডারকে এডমিনের সাথে যুক্ত করে ফেলবে বলে আলোচনা হচ্ছে। মানে এটা হলে ইকনমিক ক্যাডাররা এডমিন হয়ে যাবে। তবে এটা দীর্ঘদিন ধরেই ঝুলে আছে। তাই এখন এসব জেনে লাভ নেই। কাজ প্রোজেক্টের প্লানিং। তবে উপরের দিকে পদন্নোতির সুযোগ একটু কম।

মোট কয়টা চয়েস দিব? আমার অভিমত হল - যেই চাকরিগুলো হলে আপনি অবশ্যই করবেন, শুধু সেগুলোই চয়েস দিন। এক্ষেত্রে ২টা ইস্যু। (১) যারা বিসিএসে যে কোন ক্যাডার হলেই চাকরি করবেন, তাঁরা সার্কুলার দেখে যেগুলোতে এপ্লাই করতে পারবেন, সবগুলো চয়েস দিয়ে দিন। (২) আর যারা মনে করেন - কয়েকটা ক্যাডার না হলে আসলেই চাকরি করবেন না, তাঁরা প্লিস অন্য ক্যাডার চয়েস দিয়েন না। চাকরি হল আর আপনি জয়েন করলেন না বা কিছুদিন পরে ছেড়ে দিলেন, সেটা সবার জন্য খারাপ। দেশের জন্যও খারাপ। তখন আমার ২৮-তম এর ফাইনাল রেজাল্ট ও মেডিকেল হয়ে গেছে। কিন্তু গেজেট তখনও হয়নি। সেই সময় ২৯-তম বিসিএসের ভাইভা শুরু হয়ে গেল। এখন ২৮ আর ২৯ দুটোতেই আমার ফার্স্ট চয়েস ফরেন। আমি ২৯-তমের ভাইভা দিতেই গেলাম না। ভাবলাম - একটা পোস্ট নষ্ট করব কেন। আমার পরিচিত বেশ কয়েকজনকে দেখলাম - ২৮তমে ফার্স্ট চয়েস পেয়েও আবার ২৯-এ ভাইভা দিলেন। বললেন, তখনও গেজেট হয়নি। কী হয় কিছু বলা যায় না। রিস্ক তো আছেই। যাই হোক, তাঁরা বেশি সতর্কতামূলকভাবে এটা করেছেন। ব্যক্তিগতভাবে এটা দোষের নয়। আইনসিদ্ধও বটে। কিন্তু যেটা হয়েছে, অনেকেই ২বার চাকরি পেয়েছে। আর দ্বিতীয়বার জয়েন করেনি। সে পোস্টগুলো ফাঁকা গেছে। কিছু নাকি কোটা থেকে পুরণ করেছে। এতে সরকারের প্রয়োজন থাকা সত্ত্বেও অনেক পোস্ট খালিই থেকেছে। আর কিছু যোগ্য লোক চাকরি পায়নি। হয়তো তাঁদের বয়স চলে গেছে। তাই আপনি যে চাকরিটা পেলে আসলেই করবেন, শুধু সেটাই চয়েস দিন। তবে যারা ক্যাডার চেঞ্জ করতে আবার পরীক্ষা দিচ্ছেন, তাঁদের জন্য ঠিকই আছে। . সবার জন্য অব্যয় অনিন্দ্য’র শুভকামনা। ............... Sujan Debnath (অব্যয় অনিন্দ্য)

Monday, 30 March 2015

শর্টকাট টেকনিক : Chemistry

মুদ্রাধাতু : অকাজ (Au,Cu,Ag)
অপধাতু : জি বিয়াই সিগগির আসেন সাবধানে টুলে বসেন। (Ge,Bi,Si,As,Sb,Te,B)
চুম্বক ধাতু : ফেল করি নাই,রুহুল রহিম ফালালে পেটাবো (Fe,Co,Ni,Ru,Rh,Pd,Pt)
অভিজাত ধাতু : আজ সোনা পাবে (Ag,Au,Pt)
নিকৃষ্ট ধাতু : লতা (লোহা Fe, তামা Cu)
নরম ধাতু : পাবে না কে কে (Pb,Na,K,Ca)
উদায়ী ধাতু : জন কেডি মার্কারিকে চিনে (Zn,Cd,Hg,Cn)

Monday, 2 March 2015

English

1.Which is the adjective of quality?
a.sufficient b.each c.single d.none
2.Adverb নিচের কোনটিকে qualify/modify করে না?
a.adjective b.noun c.pronoun d.none
3.Find out the correct sentence
a.he came on here friday last
b.he came here friday last
c.he will come on next friday
d.none
4.Synonym of BIER is
a.coffin b.urn c.cot d.all
5.Find the Allien word
a.myself b.yourself c.yourselves d.themselvs
6.Which one is indefinite pronoun
a.many b.who c.it d.none
7.Which is the correct series of co-ordinating conjunctions?
a.and,so,or,that b.yet,nor,for,that
c.but,and,so,or d.none
8."A littile learning is a dangerous thing" quote by
a.bacon b.alex pope c.shakespeare d.none
9."Pain is the out come of sin" quote by
a.Gautam budda b. samuel butter c.Abraham lincon d.none
10.He was injured by_______ kick from an opposing player
a.strong b.weak c.malicious d.vicious
11."cut up" means
a.disconnect b.dislocate c.reduce d.seperate
12.Synonym of "crestfallen"
a.morose b.preach c.reveller d.all of them
13.Antonyms of the word "vacillate"
a.irritate b.hesitate c.debate d.none
14.CONDUIT:WATER
a.behaviour:liquid b.electricity:television
c.artery:blood d.wire:sound
15.A person who eats too much
a.reveller b.omnivore c.glutton d.sensualist
16."Upper hand" means
a.control of something b.control of situation c.control of nothing d.none
17."My childhood" was written by_____
a.Maxim gorky b.Anna karenina c.Thomas malory d.none
18.A place of ideal peace and happiness
a.Elysium b.Anodyne C.Alluring d.None
19."Mork d' Arthur" written by
a.Thomas Malory b.Leo Tolstoys c.Maxim gorky d.none
20."You must do the work" make it passive
a.The work will be done by you b.The work has been done by you
c.You will do the work d.none


Ans: 1.d 2.b 3.d 4.d 5.d 6.a 7.c 8.d 9.a 10.c 11.d 12.a 13.d 14.c 15.c 16.b 17.a 18.a 19.a 20.d