Monday 2 March 2015

সুশাসন


১.সুশাসনের মূল চাবিকাঠি
-- জবাবদিহিতা
২. মূল্যবোগ হলো ব্যক্তি বা সামাজিক দলের অভিপ্রেত ব্যবহারের সুবিন্যস্ত প্রকাশ ‘‘ উক্তিটি কার ?
-- এম.ডব্লিউ পামফ্রে
৩. নৈতিকতা ও ঔচিত্যবোধের বিকাশভূমি
-- সমাজ
৪. বিশ্বাসের অন্তর্নিহিত মূল্য
-- মূল্যবোধ
৫. সুশাসনের ভিত্তিতে মজবুত করতে মূল্যবোধ কি সংরক্ষণের শিক্ষা দেয়?
-সভ্যতা ,সংস্কৃতি, ঐতিহ্য
৬. নাগরিক কর্তব্য পালনের শিক্ষা দিয়ে সুশাসনকে ত্বরান্বিত করে
-- মূল্যবোধ শিক্ষা
৭. পরিবর্তন প্রতিরোধের মানসিকতা প্রকটভাবে দেখা যায়
-- আমলাদের মধ্যে
৮. যে মূল্যবোধ মানুষের বাইরের ব্যক্তিত্বকে গড়ে তোলে তাকে কী বলে ?
-- বাহ্যিক মূল্যবোধ
৯. কোনটি রাজনৈতিক মূল্যবোধ
-- আনুগত্য
১০. বর্তমানে যুব সমাজ ধ্বংসের মূল হাতিয়ার কি?
-- অপসংস্কৃতি
১১.অন্য ব্যক্তির কষ্ট যখন আমাদের মনে কষ্টের উদ্রেক করে কতখন সে অনুভুতিকে কি বলা হয়
-- সহানুভূতি
১২. ‘অপরাধ িএকটি সামাজিক ঘটনা এবং সমাজের স্বাভাবিক রূপ ‘ কথাটি কে বলেছেন?
-- এমিল ডুর্খেইম
১৩. নৈতিকতা ও সতাতা দ্বরা প্রভাবিত আচরণকে উত্কর্ষতাকে কি বলে?
-- শুদ্ধাচার
১৪. আইনের শাসন কি?
-- আইনের দৃষ্টিতে সকলেই সমান
১৫. সামাজিক মূল্যবোধর অন্যতম শক্তিশালী ভিত্তি কোনটি ?
- সহনশীলতা
১৬. মূল্যবোধ কোন আচরণেকে নিয়ন্ত্রণ করে ?
- বাহ্যিক
১৭. সুশাসনের পূর্বশর্ত
-- জবাবদিহিতা
১৮. সুশাসন নিডিশ্চত করতে যে দরনের সরকার প্রয়োজন
-- গণতান্ত্রিক সরকার
১৯. সুশাসন জনপ্রশাসনের একটি
-- নব্য সংস্কৃতি
২০. সুশানের লক্ষ্য কোনটি
- জনকল্যাণ সাধন
>প্রশ্ন: পৌরনীতির প্রধান আলোচ্য বিষয়
কী?
উত্তর: নাগরিকের অধিকার ও কর্তব্য।
>প্রশ্ন: ‘নাগরিকতার সঙ্গে জড়িত সকল
প্রশ্ন নিয়ে আলোচনা করে যে শাস্ত্র,
তাকে পৌরনীতি বলে’— এ
সংজ্ঞাটি কে দিয়েছেন?
উত্তর: ই. এম. হোয়াইট।
>প্রশ্ন: নগররাষ্ট্র বলতে বোঝায় কী?
উত্তর: নগরকে কেন্দ্র
করে গড়ে ওঠা ছোট রাষ্ট্র।
>প্রশ্ন: পৌরনীতি মানুষকে কী দান
করে?
উত্তর: নাগরিক সচেতনতা ।
>প্রশ্ন: ‘ইতিহাসের স্রোতধারায়
বালুকারাশির মধ্যে স্বর্ণরেণুর
মতো রাজনীতিবিজ্ঞান
জমা হয়ে উঠেছে।’— এটি কার উক্তি?
উত্তর: লর্ড অ্যাকটনের।
>প্রশ্ন: ‘ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানক
ে গভীরতা দান করেছে’— এ
উক্তিটি কার?
উত্তর: উইলোবির।
>প্রশ্ন: ‘রিপাবলিক’ গ্রন্থের
রচয়িতা কে?
উত্তর: প্লেটো।
>প্রশ্ন: কে সর্বপ্রথম
অর্থনীতিকে একটি স্বতন্ত্র বিষয়ের
মর্যাদা দান করেন?
উত্তর: অ্যাডাম স্মিথ।
>প্রশ্ন: কোন গুণ একজন
নাগরিককে দক্ষতা ও জ্ঞানের
উচ্চস্থানে পৌঁছে দিতে পারে?
উত্তর: নৈতিক গুণ।
>প্রশ্ন: ‘শাসক যদি ন্যায়বান হন,
তাহলে আইন নিষ্প্রয়োজন আর শাসক
যদি দুর্নীতিপরায়ণ হন, তাহলে আইন
নিরর্থক’— এ উক্তিটি কার?
উত্তর: প্লেটোর।
>প্রশ্ন: ‘সকল ভালো মানুষ
ভালো নাগরিক নয়, কিন্তু সকল
ভালো নাগরিকই ভালো মানুষ’— এ
উক্তি কার?
উত্তর: অ্যারিস্টটলের।
>প্রশ্ন: ‘পলিটিক্যাল ইকোনমি’ গ্রন্থের
লেখক কে?
উত্তর: অ্যাডাম স্মিথ।

No comments:

Post a Comment