১.দেশের প্রথম Wi-Fi শহর -সিলেট
২.দেশের প্রথম বায়োগ্যাস চুল্লি নির্মাণ হতে যাচ্ছে -- চট্টগ্রামে
৩.সর্বাধুনিক ক্যান্সার শনাক্তকরণ যন্ত্র আবিষ্কার করেন -- বাংলাদেশি বিজ্ঞানী ড.জহিরুল আলম সিদ্দিকী
৪.সর্বোচ্চ গতির সুপার কম্পিউটার -সামিট ও সিয়েরা(যুক্তরাষ্ট) । আগের ছিল>তিয়ানহে-২(চীন)
৫.২০১৪ সালে বর্ষসেরা আবিষ্কার --নভোযান > মঙ্গলযান(ভারত)
৬.২০১৪ সালে আবিষ্কৃত নতুন গ্রহের নাম - পিএইচ৩সি
৭.২০১৪ সালে জাতিসংঘ কয় প্রজাতির প্রাণী সংরক্ষণের তালিকা প্রকাশ করেছে --৩১
৮.সম্প্রতি নভোযান রোজেটা এর ফিলে রোবট কোন ধূমকেতুতে অবতরণ করে? -- ‘কমেট ৬৭/পি/চুরিউমভ-গেরাসিমে নকো’
৯.রহস্যময় কণা হল --নিউট্রিনো
১০.২০১৪ সালের আইসিসি বর্ষসেরা ক্রিকেটার -- মিসেল জনসন
১১.ইউরো ফুটবল কাপ -২০১৬ কোথায় অনুষ্ঠিত হবে? -- ফ্রান্সে
২০.শচীনের আত্মজীবনীর নাম --Playing It My Way
২১.আফ্রিকান নেশন কাপ-২০১৫ কোথায় অনুষ্ঠিত হবে? -- নিরক্ষীয় গিনি
২২. বিশ্বকাপ ক্রিকেট-২০১৯ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-২০১৭ কোথায় অনুষ্ঠিত হবে? = ইংল্যান্ডে
২৩.ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ইংনিস কার -- রোহিত শর্মা(ভারত),২৬৪
২৪.টেস্ট ক্রিকেটে দ্রুততম শত ও অর্ধশতক কার? -মিসবাহ উল হক (পাকিস্তান) ফিফট>২১বলে ,শতক>৫৬বলে
২৫.বর্তমানে বাংলাদেশের বৃহত্তম যুদ্ধজাহাজ --বানৌজা সমুদ্র জয়
২৬.১৮তম সার্ক শীর্ষ সম্মেলন হয় কোথায়?-- নেপালে
২৭.সম্প্রতি প্রশান্ত মহাসাগরে উত্থিত টাইফুনের নাম -- ভংফং(জাপানে আঘাত হানে)
২৮.সম্প্রতি বঙ্গোপসাগরে উত্থিত ঘূর্ণিঝড়ের নাম -- হুদহুদ(ভারতে আঘাত হানে)
২৯.ভারতের ২৯তম রাজ্য তেলেঙ্গানার লোকসভার আসন সংখ্যা -- ১৭টি
৩০. সাউথ এশিয়ান ফোরাম- এর প্রস্তাবক দেশ - ভারত
৩১.৮৬ তম অস্কার পুরস্কার ২০১৪ এর সেরা চলচ্চিত্র - টুয়েভ ইয়ারস অ্যা স্লেভ।
৩২.শরণার্থী আশ্রয় দেয়া শীর্ষ দেশ -- পাকিস্তান
---------------------------------------------------------
**বাংলা**
১. বাংলায় টি.এস.এলিয়টের কবিতার
প্রথম অনুবাদক কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
২. 'বাংলার মাটি বাংলার জল' সনেটটির
রচয়িতা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
৩. 'শত্রুকে পীড়া দেয় যে'-সঠিক বাক্য
সংকোচন-
উঃ পরন্তপ
৪. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়?
উঃ কার
৫. 'হে দারিদ্র,তুমি মোরে করেছ মহান'-
এ চরণটি কোন ছন্দে লেখা?
উঃ অমিত্রাক্ষর
৬. অপরাজেয় কথাশিল্পী কার ছদ্মনাম?
উঃ শরত্চন্দ্র চট্টোপাধ্যায়
৭. 'আপন ঘরে বোঝাই সোনা
পরে করে লেনা দেনা'-চরণ দুটির
রচয়িতা কে?
উঃ লালন শাহ
৮. 'খেয়া পারের তরণী' কবিতার
কবি কে?
উঃ কাজী নজরুল ইসলাম
৯. আধুনিক বাংলা সাহিত্যের প্রথম
বিদ্রোহী কবি--
উঃ মাইকেল মধুসূদন দত্ত
১০. কোন সাহিত্যকর্মে সান্ধ্যাভাষার
প্রয়োগ আছে?
উঃ চর্যাপদ
১১. চর্যাপদে প্রাপ্ত পদের সংখ্যা কত?
উঃ সাড়ে ৪৬ টি
১২. 'বৈরতক,করুক্ষেত্র,প্রভাস'-এই
ত্রয়ী মহাকাব্য কার রচনা?
উঃ নবীনচন্দ্র সেন
১৩. 'ভারতী'
পত্রিকা কে সম্পাদনা করতেন?
উঃ স্বর্ণকুমারী দেবী
১৪. জসীমউদ্দীনের 'আসমানী' চরিত্রটির
বাড়ি কোথায়?
উঃ ফরিদপুর জেলার রসুলপুর গ্রামে
১৫. সংস্কৃত ভাষার কবি কাকে বলা হয়?
উঃ কালিদাস
১৬. 'তারাবাঈ' নাটকের রচয়িতা কে?
উঃ দ্বিজেন্দ্রলাল রায়
১৭. 'বনি আদম' কাব্যগ্রন্থটির
রচয়িতা কে?
উঃ গোলাম মোস্তফা
১৮. 'বিশ্বজনের হিতকর' এক কথায়
কী বলে?
উঃ বিশ্বজনীন
১৯. 'সাত নরী হার' কাব্যগ্রন্থটি কোন
কবির রচনা?
উঃ আবু জাফর ওবায়দুল্লাহ
২০. 'ছায় হরিণ' কাব্যগ্রন্থটির
রচয়িতা কে?
উঃ আহসান হাবীব
২১. 'যা বলা হয় নি'- এক কথায় কি হবে?
উঃ অনুক্ত
২২. 'অক্ষীর সমীপে'-এর সংক্ষপণ--
উঃ সমক্ষ
২৩. 'রূপ লাগি আখি ঝুরে শুনে মন ভোর--
কার রচনা?
উঃ জ্ঞানদাস
২৪. 'রঙ্গিলা নায়ের মাঝি' এর লেখক
কে?
উঃ জসীমউদ্দীন
২৫. বিভক্তহীন নাম শব্দকে কি বলে?
উঃ প্রাতিপদিক
------------------------------------------------
প্রশ্ন থাকেই..
*English Literature*
1. Father of English Novel ---
→ Henry Fielding
2. Father of English Poem--
→ Geoffrey Chaucer
3. Poet of poets ---
→ Edmund Spenser
4. English Epic poet ---
→ John Milton
5. Both a poet and painter ---
→ Blake
6. Famous mock heroic poet in English Literature ---
→ Alexander Pope
7. The poet of nature in English Literature ---
→ William Wordsworth
8. Poet of beauty in English Literature ---
→ John Keats
9. Rebel poet in English Literature ---
→ Lord Byron
10. Poet of Skylark and Winds---
→ P.B. Shelley
11. Father of Modern English Literature ---
→ G.B. Shaw
12. Most translated author of the world ---
→ V. I. Lenin
13. Poet of Love/Metaphysical Poet---
→ John Donne
14. Revolutionary Poet ---
→ P.B.Shelley
15. Father of English Eassay ---
→ Francis Bacon
------------------------------------------
-
১/ রেশম --- রাজশাহী
২/ আম----- চাঁপাইনবাবগঞ্জ
৩/ চা----- শ্রীমঙ্গল, মৌলভীবাজার
৪/ তাঁত ---- কক্সবাজার
৫/ মসলা--- বগুড়া
৬/ চিংড়ি--- বাগেরহাট
৭/ মাছ--- চাঁদপুর (লোনা), ময়মনসিংহ
(স্বাদু)
৮/ গবাদি পশু--- সাভার, ঢাকা
৯/ মহিষ---- বাগেরহাট
১০/ ছাগল--- সিলেট
১১/ হরিণ--- ডুলাহাজরা, কক্সবাজার
১২/ পাট---মানিকগঞ্জ
১৩/ ইক্ষু--- ঈশ্বরদী, পাবনা
১৪/ ডাল---- ঈশ্বরদী, পাবনা
১৫/ ধান----- জয়দেবপুর, গাজীপুর